Andre Russell: রানে ফিরেই বড় ঘোষণা রাসেলের! কী জানালেন কেকেআর তারকা?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Andre Russell: লাগাতার ব্যাটিংয়ে ব্যর্থতার পর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে রানে ফিরেছেন কেকেআরের ক্যারিবিয়ান বিগ হিটার আন্দ্রে রাসেল।
advertisement
1/5

লাগাতার ব্যাটিংয়ে ব্যর্থতার পর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে রানে ফিরেছেন কেকেআরের ক্যারিবিয়ান বিগ হিটার আন্দ্রে রাসেল। (Photo Courtesy- AP)
advertisement
2/5
রাজস্থানের বিরুদ্ধে দলের দরকারের সময় ফের একবার ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেললেন আন্দ্রে রাসেল। বুঝিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। (Photo Courtesy- AP)
advertisement
3/5
একটা সময় ৯ বলে ২ রানে একটা সময় ব্যাট করছিলেন আন্দ্রে রাসেল। তারপর সেখান থেকে বিধ্বংসী ব্যাটিং করে ২৫ বলে ৫৭ রানেপ অপরাজিত ইনিংস খেলেন দ্রে রাস। (Photo Courtesy- AP)
advertisement
4/5
ম্যাচ জিতিয়ে রাসেল বলেন, “এই ম্যাচের গুরুত্ব আমরা সকলেই জানি। চারটে ফাইনাল খেলতে নেমেছি আমরা। এখন শুধু জেতা আর জেতাই একমাত্র লক্ষ্য আমাদের।" (Photo Courtesy- AP)
advertisement
5/5
নিজের ইনিংস নিয়ে বলতে গিয়ে রাসেল জানান,"আম কখনও ডট বল খেলা নিয়ে খুব একটা চিন্তিত হই না। পিচে রান করা কঠিন ছিল। তাই কিছুটা সেট হওয়ার সময় নিচ্ছিলাম। কারণ জানি আমি বড় শট খেলতে পারব।" (Photo Courtesy- AP)