Rinku Singh Marriage Date: এই বছর সাত পাকের বন্ধন হচ্ছে না রিঙ্কু-প্রিয়ার, হঠাৎ কী বাধা এল রিঙ্কুর জীবনে, কুণ্ডলী নাকি ...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Rinku Singh 7 Phere: হঠাৎ করেই রিঙ্কু সিংয়ের বিয়ের তারিখে সন্দেহের কালো মেঘের ঘনঘটা...
advertisement
1/8

কলকাতা: সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ (MP Priya Saroj) এবং ক্রিকেটার রিঙ্কু সিং (Rinku Singh) এর বিয়ের প্রস্তুতি চলছিল জমিয়ে। কিন্তু এর মধ্যেই এল দুঃসংবাদ! রিঙ্কুর ফ্যানরা খুবই উত্তেজিত ছিলেন তাঁদের প্রিয় ক্রিকেটারের বিয়ের বিষয়টি নিয়ে৷ রিঙ্কু সিং বর হওয়ার জন্য উদগ্রীব অপেক্ষা করছিলেন কবে আসবে নভেম্বর?
advertisement
2/8
কিন্তু এখন এ কী দুঃসংবাদ এল, যে রিঙ্কু ও সরোজের বিয়ের তারিখ পিছিয়ে যাচ্ছে৷ তাঁদের বিয়ের জন্য অপেক্ষা আরও বেড়ে গেছে। আসলে, রিঙ্কু এবং প্রিয়ার বিয়ের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। তাদের বিয়ে আর নভেম্বরে হবে না। এই কুণ্ডলীর কারণ কি নাকি অন্য কিছু... আসুন কী কারণে এই বিশেষ দিনটি বদলে গেল৷
advertisement
3/8
এভাবেই প্রেমের সূত্রপাত, তারপর...রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজের প্রেমের গল্প শুরু হয়েছিল প্রায় ৪ বছর আগে দিল্লিতে। কেকেআরের এক সতীর্থের মাধ্যমে রিঙ্কুর সঙ্গে প্রিয়ার পরিচয় হয়। প্রথমে তাঁদের বন্ধুত্ব হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্ক প্রেমে পরিণত হয় যা এখন আজীবনের বন্ধনে পরিণত হতে চলেছে৷
advertisement
4/8
আসলে, সমাজবাদী পার্টির সাংসদ এবং রিঙ্কু সিং ৮ জুন বাগদান সম্পন্ন করেন। লখনউয়ের একটি হোটেলে দুজনেই আংটি বদল করেন। বাগদানের পরের ছবি শেয়ার করে প্রিয়া লিখেছেন যে তিন বছরের অপেক্ষার পর আসা এই মুহূর্তটি মূল্যবান।
advertisement
5/8
এই বছরের ১৮ নভেম্বর দুজনের বিয়ে হওয়ার কথা ছিল। এর জন্য ভ্যেনুও ঠিক হয়ে গেছে। বারাণসীর হোটেল তাজে দুজনের বিয়ে হওয়ার কথা ছিল। তবে, এখন খবর এসেছে যে বিয়ে আপাতত স্থগিত করা হয়েছে। এর পেছনের কারণ কুণ্ডলী নয়, বরং রিঙ্কু সিং ব্যস্ততা।
advertisement
6/8
প্রিয়া সরোজের বাবা একথা জানিয়েছেনপ্রিয়া সরোজের বিধায়ক বাবা ফোনে নিউজ ১৮-কে জানান, নভেম্বরে নির্ধারিত বিয়ে ক্রিকেটের ক্রীড়াসূচির কারণে স্থগিত করা হয়েছে। ক্রিকেটের সময়সূচি চূড়ান্ত হওয়ার পর বিয়ের তারিখ ঠিক করা হবে।
advertisement
7/8
সেক্ষেত্রে রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজ ফেব্রুয়ারি বা মার্চ মাসে বিয়ে করবেন। রিঙ্কু সিং-এর শ্বশুর জানিয়েছেন যে আসন্ন ঘরোয়া ক্রিকেট দলে তাঁর জামাইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রিঙ্কু সিং ক্রিকেট টুর্নামেন্টের কারণে ব্যস্ত থাকবেন, তাই তাঁদের বিয়ে স্থগিত করা হয়েছে।
advertisement
8/8
এখন কবে বিয়ে হবে?ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছক্কা মারা সকলের নজরে এক লাফে অনেকটা উঠে আসা রিঙ্কু সিং এখন গোটা ভারতবাসীর প্রিয়। তাঁর বিয়ের তারিখ পিছিয়ে যাওয়ায় ফ্যানদের মন খারাপ। তবে ভাল খবর হল আগামী বছর তাঁরা দুজনেই গাঁটছড়া বাঁধবেন। এর জন্য, ফেব্রুয়ারির শেষের দিকে হোটেল বুকিং করা হয়েছে। বর্তমানে, উভয় পরিবারই বিয়ের প্রস্তুতি স্থগিত করে দিয়েছে৷