TRENDING:

কয়েক মাসের মধ্যেই আল নাসের ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! কিন্তু কারণটা কী

Last Updated:
রোনাল্ডোকে চুক্তির মেয়াদ শেষের আগেই ছাড়তে হতে পারে আল নাসেরকে। সৌদির ক্লাবের হয়ে পুরো চুক্তি-মরশুম না-ও খেলতে দেখা যেতে পারে পর্তুগিজ মহাতারকাকে।
advertisement
1/6
কয়েক মাসের মধ্যেই আল নাসের ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! কিন্তু কারণটা কী
সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে রেকর্ড ১৭৭ মিলিয়ন পাউন্ডের চুক্তি সই করেছেন তিনি। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ১৭৭৬ কোটি। নতুন ক্লাবের হয়ে মাঠে নামে নামার অপেক্ষায় সিআর সেভেন।
advertisement
2/6
এশিয়ার ক্লাবে খেলতে আসলেও রোনাল্ডোর যে প্রথম পছন্দ ছিল ইউরোপের এমন কোনও দলে খেলতে যারা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তবে রোনাল্ডোর সঙ্গে আল নাসেরের যে চুক্তি হয়েছে সেখানে শর্ত রয়েছে ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগ খেলা ক্লাবে সুযোগ পেলে সেখানে যাবেন।
advertisement
3/6
রোনাল্ডোর সঙ্গে আল-নাসেরের চুক্তির শর্ত অনুযায়ী, ইপিএলের ক্লাব নিউক্যাসেল ইউনাইটেড যদি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে, তাহলে রোনাল্ডো লোনে যোগ দেবেন লন্ডনের ক্লাবটিতে। ঘটনাচক্রে নিউক্যাসল ইউনাইটেডের মালিকও সৌদি নিয়ন্ত্রণাধীন জন-বিনিয়োগ সংস্থা।
advertisement
4/6
নিউক্যাসল যোগ্যতা অর্জন করতে না পারলে রোনাল্ডো অবশ্য সৌদির ক্লাবের হয়েই খেলা চালিয়ে যাবেন। রোনাল্ডোকে ক্লাবের জার্সি পরাতে মরিয়া আল নাসের কর্তারা তাঁর এই শর্ত মেনে নিয়েছেন।
advertisement
5/6
বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের বিত্তশালী ক্লাবগুলির মধ্যে অন্যতম নিউক্যাসেল ইউনাইটেড। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খরচ বহন করার ক্ষমতা তাদের রয়েছে। রোনাল্ডোর সঙ্গে যোগাযোগেও রয়েছে বলে খবর। এখন দেখার নিউক্যাসেব চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারে কিনা ও রোনাল্ডোর স্বপ্নপূরণ হয় কিনা।
advertisement
6/6
সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে রেকর্ড ১৭৭ মিলিয়ন পাউন্ডের চুক্তি সই করেছেন তিনি। ভারতীয় টাকায় যার পরিমাণ প্রায় ১৭৭৬ কোটি। তারপর অনেকেই বলে দিচ্ছেন রোনাল্ডোর ধনীতম ফুটবলারের রেকর্ড আর কেউ ভাঙতে পারবে না।
বাংলা খবর/ছবি/খেলা/
কয়েক মাসের মধ্যেই আল নাসের ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! কিন্তু কারণটা কী
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল