বাবা, দাদার মৃত্যু! সৌরভের বড় অবদান 'এই ছেলে'র জীবনে, আজ তিনি ভারতীয় দলে
- Published by:Suman Majumder
Last Updated:
Akash Deep Profile: ইংল্যান্ডের ক্লাবের বিরুদ্ধে ইন্ডিয়া এ-র হয়ে আকাশদীপ দুই ম্যাচ ১৩টি উইকেট নেন। ৪৬ রানও করেন। সেই পারফরম্যান্সের পরই ভারতীয় টেস্ট দলে ডাক পেলেন বাংলার বোলার।
advertisement
1/7

তিনি খেলেন বাংলার হয়ে। তবে আদতে তিনি বিহারের। আকাশ দীপ এবার খেলবেন ভারতীয় টেস্ট দলে! ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ডাক পেয়েছেন তিনি।
advertisement
2/7
আকাশ দীপ মিডিয়াম পেসার। মিডল অর্ডারে ব্যাটিং করতে পারেন। ব্রেট লি তাঁর আদর্শ। তবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সচিন তেন্ডুলকরকে তিনি গুরু বলে মনে করেন।
advertisement
3/7
২০১৩ সালে আকাশ দীপ কলকাতায় থাকার সময় তাঁর বাবার মৃত্যু হয়। এর পর কয়েক মাসের মধ্যে দাদার মৃত্যু। পর পর দুটি ধাক্কা আকাশ দীপ সামলেছিলেন অনেক কষ্টে।
advertisement
4/7
ইংল্যান্ডের ক্লাবের বিরুদ্ধে ইন্ডিয়া এ-র হয়ে আকাশদীপ দুই ম্যাচ ১৩টি উইকেট নেন। ৪৬ রানও করেন। সেই পারফরম্যান্সের পরই তাঁর ভাগ্যের শিঁকে ছিড়ল।
advertisement
5/7
বাবা, দাদার মৃত্যুর পর আকাশ দীপের মা তাঁকে কলকাতায় আসতে দিতে চাননি। তবে আকাশ দীপের এখ বন্ধুর কথা মেনে নিয়ে তাঁর মা শেষ পর্যন্ত রাজি হন। কলকাতায় এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনিং শুরু করেন তিনি।
advertisement
6/7
বিহারের রোহতাস জেলার বদ্দি গ্রামের ছেলে আকাশ দীপ। ২০১৬ সালে ইউনাইডেট ক্লাবের হয়ে খেলেন। সেই মরশুমে ৪২টি উইকেট নেন তিনি।
advertisement
7/7
২০১৮-১৯ মরশুমে আকাশ দীপ মুস্তাক আলি টুর্নামেন্টের জন্য নির্বাচিত হন। ২০১৯ সাল থেকে তিনি রঞ্জি, বিজয় হাজারে, মুস্তাক আলি-সহ একাধিক টুর্নামেন্টে বাংলার হয়ে ক্রমাগত ম্যাচ খেলেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন। সৌরভের অ্যাকাডেমিতে ট্রেনিং শুরুই তাঁর জীবনের টার্নিং পয়েন্ট হয়, এ কথা স্বীকার করেন আকাশ দীপ নিজেও। ২০২৩ রঞ্জি ট্রফিতে দেশের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন।