দ্বিতীয় টেস্ট জিততে ৩টি কাজ করতে হবে ভারতীয় দলকে! জানিয়ে দিলেন তারকা ব্যাটার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA 2nd Test: ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে টিম ইন্ডিয়া। ২২ তারিখ থেকে গুয়াহাটিতে শুরু হতে চলেছে সিরিজের শেষ ও ভারতের জন্য মরণ-বাঁচন টেস্ট।
advertisement
1/5

২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে টিম ইন্ডিয়া। ২২ তারিখ থেকে গুয়াহাটিতে শুরু হতে চলেছে সিরিজের শেষ ও ভারতের জন্য মরণ-বাঁচন টেস্ট। তবে ম্যাচের আগে শুভমন গিলের চোট ভারতীয় শিবিরে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
advertisement
2/5
গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতের জন্য গিলকে হারানো বড় ধাক্কা হতে পারে। ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, তিনি প্রায় নিশ্চিতভাবেই দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। সে ক্ষেত্রে দলের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক ঋষভ পন্থ। যদিও ব্যাটিং কোচ সিতাংশু কোটাক জানিয়েছেন, গিলের চূড়ান্ত অবস্থা জানা যাবে ২১ নভেম্বর সন্ধ্যায়।
advertisement
3/5
গিল না খেললে চার নম্বর ব্যাটিং পজিশনে কাকে নামানো হবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এর মধ্যে প্রাক্তন ওপেনার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া ভারতের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় তিনটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, প্রথমত ভারতকে স্পোর্টিং পিচ বেছে নিতে হবে এবং ম্যাচটি তিন দিনের মধ্যে শেষ করার মানসিকতা ত্যাগ করতে হবে। টেস্ট ম্যাচ দীর্ঘ হলে তবেই দলের প্রকৃত দক্ষতা প্রকাশ পাবে।
advertisement
4/5
দ্বিতীয়ত, চোপড়ার মতে সঠিক টিম কম্বিনেশন নিশ্চিত করা জরুরি। চার স্পিনার ও দুই পেসার নিয়ে মাঠে নামা প্রথম টেস্টে কার্যকর হয়নি। তাই দ্বিতীয় ম্যাচে ছয়জন বিশেষজ্ঞ ব্যাটার খেলানোই হবে যুক্তিযুক্ত। শক্তিশালী ব্যাটিং লাইনআপ গড়ে তুলতে পারলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে ফিরতে পারবে ভারত।
advertisement
5/5
তৃতীয়ত, শুভমন গিলের পরিবর্তে কে চার নম্বরে নামবেন—এ বিষয়েও চোপড়া তাঁর মতামত দিয়েছেন। তাঁর মতে, তরুণ উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেলকে এই পজিশনে প্রমোট করা উচিত। অভিজ্ঞতাহীন হলেও জুরেলের স্বাভাবিক আগ্রাসী মানসিকতা মধ্যক্রমকে শক্ত করতে পারে।