TRENDING:

Ajit Agarkar and Money: না পসন্দ ছিল সিলেক্টরের চাকরি, কোটি কোটির ফাঁদে আগরকরকেই রাজি করাল বোর্ড

Last Updated:
এত্ত টাকার মালামাল বর্ষা যে আর না বলতে পারলেন না চিফ সিলেক্টর অজিত আগরকর
advertisement
1/8
না পসন্দ ছিল সিলেক্টরের চাকরি, কোটি কোটির ফাঁদে আগরকরকেই রাজি করাল বোর্ড
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের জন্য প্রধান নির্বাচক বেছে নিয়েছে৷ কিন্তু প্রথমে এই বড় দায়িত্ব নিতে চাননি অজিত আগরকর৷ তাঁর দুটো বড় কারণ ছিল যার জন্য তিনি এই চাকরি নিতে চাননি৷ শেষমেশ বোর্ড একেবারে মালামাল চুক্তি তাঁর কাছে দিলে তিনি আর না করতে পারেননি৷ সেই লোভনীয় প্যাকেজের ফাঁদে অবশেষে হ্যাঁ বলেন অজিত আগরকর৷
advertisement
2/8
চিফ সিলেক্টরের পদ নেওয়ার জন্য অজিত আগরকর গররাজি ছিলেন তাঁর প্রথম কারণ বেতন ছিল কম৷ পাশাপাশি নির্বাচক প্রধান হলে তিনি আর কোনও পেশাদার কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না৷
advertisement
3/8
আসলে, আগরকার আইপিএলের দিল্লি ক্যাপিটালস দলের  কোচ ছিলেন। নির্বাচন কমিটিতে প্রধান নির্বাচক হয়ে এলে তাঁর স্যালারি কমে যেত, পাশাপাশি তিনি অন্য কোনওরকম আয়ের সূত্র থেকে আয়ও করতে পারবেন না৷ এর আগে  তিনি একজন ধারাভাষ্যকার এবং কোচ হিসেবে কাজ করবেন৷  এর আগে অবধি প্রধান নির্বাচকের বর্তমান বার্ষিক বেতন ছিল মাত্র ১ কোটি টাকা৷
advertisement
4/8
আইপিএল এবং কমেন্ট্রির কাজ ছেড়ে যাতে অজিত আগরকরই নির্বাচক প্রধান হন তাই চিফ সিলেক্টরের বেতন ১ কোটি থেকে বাড়িয়ে এক ধাক্কায় ৩ কোটি টাকা করে দেয় বোর্ড৷ যাতে এই লোভনীয় পে প্যাকেজে আর না বলতে না পারেন অজিত আগরকর৷ আর বোর্ডের এই স্ট্র্র্যাটেজিই সুপারহিট৷
advertisement
5/8
এই পরিস্থিতিতে, টিম ইন্ডিয়ার সিনিয়র দলের প্রধান নির্বাচক হলে অজিত আগরকরকে আর্থিকভাবে অনেকটা বড় ক্ষতির সম্মুখীন হতে হত৷ Cricbuzz-এ প্রকাশিত খবর অনুযায়ি এই মুম্বইকরকে তাঁর পূর্ব অভিজ্ঞতা এবং তাঁর তারকা স্ট্যাটাসের কারণে নির্বাচক কমিটির প্রধান হিসাবে উপযুক্ত ধরে ভারতীয় বোর্ড। পাশাপাশি বিসিসিআই একজন তরুণ নির্বাচক খুঁজছিল বিশ্বকাপ জয়ী দলের সদস্য হওয়ার পাশাপাশি তিনি টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা সম্পন্ন৷
advertisement
6/8
অজিত আগরকর বোর্ড ঠিক যে যে জিনিস চাইছিল নতুন চেয়ারম্যানের থেকে ঠিক সেই গুলিই  পূরণ করছিলেন তিনি। আর তাই একলাফে এক কোটি  বিসিসিআই চেয়ারম্যান পদের ফি বার্ষিক ১ কোটি থেকে বাড়িয়ে ৩ কোটি টাকা করতে রাজি হয়ে গেছে৷ আগরকরের মাইনেটা বাড়লে এবার  অন্যান্য নির্বাচকদের বেতনেও বড় ধরণের বৃদ্ধি হতে পারে।
advertisement
7/8
চার নির্বাচক  বর্তমানে বার্ষিক ৯০ লক্ষ টাকা করে বেতন পান৷ তাদের বেতন বৃদ্ধি পাবেন কিনা তা এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি৷ তবে বর্তমান চেয়ারম্যানের টাকা এক ধাক্কায় তিনগুণ বাড়লে তাঁদের মাইনেও বাড়াতেই হবে বোর্ডকে৷
advertisement
8/8
নতুন চেয়ারম্যান ছাড়াও, শিব সুন্দর দাস, সুব্রত ব্যানার্জি, শ্রীধরণ শরৎ এবং আঙ্কোলা ক্যারিবিয়ান সফরের জন্য দল বাছবেন৷ পাশাপাশি নতুন অধিনায়ক হিসেবে  হার্দিক পান্ডিয়ার নামেও সিলমোহর পড়াকে তরান্বিত করতে পারে নতুন চেয়ারম্যানের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি৷
বাংলা খবর/ছবি/খেলা/
Ajit Agarkar and Money: না পসন্দ ছিল সিলেক্টরের চাকরি, কোটি কোটির ফাঁদে আগরকরকেই রাজি করাল বোর্ড
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল