বন্ধুর বোনের সঙ্গে প্রেম, ধর্মের বেড়া ভেঙেই বিয়ে করেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন এই তারকা ক্রিকেটার
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Agit Agarkar's Love Story: অনেক বাধা পেরিয়ে নিজের ভালবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধতে পেরেছিলেন, আজ একমাত্র ছেলেকে নিয়ে আগরকরদের সুখের সংসার।
advertisement
1/7

অজিত আগরকর চিরকালই তাঁর ক্ষুরধার বোলিং অ্যাকশনের জন্য পরিচিত। যদিও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের এই প্রাক্তনী ব্যাট হাতেও অনেক রেকর্ড করেছেন। ষোলো বছরের আন্তর্জাতিক কেরিয়ারে তিনি ২৬টি টেস্ট, ১৯১টি ওয়ান ডে এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মারাঠি এই খেলোয়াড়ের কেরিয়ার যেমন উজ্জ্বল, তাঁর ব্যক্তিগত জীবনও তেমনই বর্ণময়। মরাঠি পণ্ডিত পরিবারের ছেলে হয়েও ভিন ধর্মে বিয়ে করার মতো সাহস ছিল অজিতের। অনেক বাধা পেরিয়ে নিজের ভালবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধতে পেরেছিলেন, আজ একমাত্র ছেলেকে নিয়ে তাঁদের সুখের সংসার।
advertisement
2/7
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ‘ফাস্ট বোলার’ অজিত আগরকরের একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল ১৯৯৮ সালের ১ এপ্রিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের উইকেট নিয়ে খেলা শুরু করেন ২১ বছরের ভারতীয় ক্রিকেটার।
advertisement
3/7
ভারতের হয়ে, আগরকর মোট ২৬টি টেস্ট, ১৯১টি একদিনের আন্তর্জাতিক এবং চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি টেস্টে ৫৮টি উইকেট নিয়েছেন, একদিনের ম্যাচে এই সংখ্যাটা ১৮৮ এবং টি-টোয়েন্টিতে ৩। টেস্টে তাঁর সেরা পারফরম্যান্স ছিল ৪১ রানে ৬ উইকেট। ওয়ান ডে-তে তাঁর সেরা পারফরম্যান্স ৪২ রানে ৬ উইকেট।
advertisement
4/7
তবে শুধু ক্রীড়াজীবন নয়। অজিত আগরকরের প্রেমকাহিনি কোনও বলিউডি ছবির গল্পের চেয়ে কম নয়। ক্রিকেট কেরিয়ার ঔজ্জ্বল্যের মাঝেই ফাতিমা গাদিয়ালির সঙ্গে তাঁর দেখা।
advertisement
5/7
অজিত আগরকরের বন্ধু মাজহারের বোন স্ত্রী ফাতিমা। একটি ম্যাচ চলাকালীন দু’জনের দেখা হয়। মাজহার যখন অজিতের ম্যাচ দেখতে যেতেন, মাঝে মাঝে ফাতিমাও সঙ্গে যেতেন। সেই থেকেই সম্পর্কের সূত্রপাত।
advertisement
6/7
এদিকে অজিত আগরকর এক মরাঠি পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেন। ফাতিমা ধর্ম সূত্রে মুসলিম। দেশ বিদেশের তাবড় ব্যাটারকে ঠান্ডা করে দিলেও এই দেশের গোঁড়া সমাজকে ঠান্ডা করতে অনেকটা সময় লেগেছিল অভিজ্ঞ বোলারটির। এমনকী বিয়ের পরও অজিত-ফাতিমাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। কিন্তু সে সবের তোয়াক্কা না করে দু’জনেই তাদের প্রেমকে পরিণতি দেওয়ার সিদ্ধান্ত নেন।
advertisement
7/7
খানিকটা সমাজের বিরুদ্ধে গিয়েই ২০০২ সালের ৯ ফেব্রুয়ারি ফাতিমাকে বিয়ে করেন অজিত। অজিত ও ফাতিমার একটি পুত্রসন্তান রয়েছে, তার নাম রাজ। অজিত নিয়মিত সোশ্যাল মিডিয়ায় স্ত্রী ও ছেলের সঙ্গে ছবি শেয়ার করেন। তাঁদের সুখের ছবি ভক্তদের হৃদয় জয় করে নেয়।