TRENDING:

Ajinkya Rahane: দিনভর বৃষ্টির পর রাতে ইডেনে এল রাহানে ঝড়! তাণ্ডব চালালেন কেকেআর অধিনায়ক

Last Updated:
Ajinkya Rahane: আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচেই টস হার ও তারপর প্রথম ওভারেই কুইন্টন ডিকককের উইকেট হারানো চিন্তা কিছুটা বাড়িয়েছিস কেকেআর ফ্যানেদের। তারপর ইডেনে এল রাহানে ঝড়।
advertisement
1/6
দিনভর বৃষ্টির পর রাতে ইডেনে এল রাহানে ঝড়! তাণ্ডব চালালেন কেকেআর অধিনায়ক
আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচেই টস হার ও তারপর প্রথম ওভারেই কুইন্টন ডিকককের উইকেট হারানো চিন্তা কিছুটা বাড়িয়েছিস কেকেআর ফ্যানেদের। (Photo Courtesy- AP)
advertisement
2/6
কিন্তু দিনভর কলকাতায় যে হাল্কা বৃষ্টি হয়েছিল তা ছিল ঝলক। অজিঙ্কে রাহানে রূপে ঝড় এল রাতে ইডেন গার্ডেন্সে। বিধ্বংসী ব্যাটিং করলেন কেকেআর অধিনায়ক। (Photo Courtesy- AP)
advertisement
3/6
প্রথম ২ ওভারে ৫ রান ছিল কেকেআরের। তারপর গোটা পাওয়া প্লে জুড়ে শুধু রাহানে ঝড়। গতবার আইপিএলে সিএসকে জার্সিতে যে তাণ্ডব শুরু করেছিলেন তা বজায় রাখলেন কেকেআর জার্সিতেও। (Photo Courtesy- AP)
advertisement
4/6
পাওয়ার প্লে-তে একের পর এক চার-ছয় হাঁকিয়ে অধিনায়কোচিত ইনিংস খেলেন রাহানে। দলকে সামনে থেকে নেতৃত্ব দেন কেকেআর অধিনায়ক। আরসিবির কোনও বোলারই তার সামনে দাঁড়াতে পারেনি। (Photo Courtesy- AP)
advertisement
5/6
৬ ওভারে দলের স্কোর ৬০-এ পৌছো দেন অজিঙ্কে রাহানে। পাওয়ার প্লে শেষে রাহানের ব্যক্তিগত স্কোর ছিল ১৬ বলে ৩৯। ৩টি ছয় ও ৫টি চার মারেন তিনি। একইসঙ্গে নারিনের সঙ্গে শতরানের পার্টনারশিপ পূরণ করেন। (Photo Courtesy- AP)
advertisement
6/6
কেকেআরের অধিনায়কত্বের অভিষেকে ব্যক্তিগত অর্ধশতরান করে নজির গড়লেন অজিঙ্কে রাহানে। ২৫ বলে নিজের হাফ সেঞ্চুরি করেন। হাফ সেঞ্চুরির ৪টি ছয় ও ৬টি চার মারেন রাহানে। ৪৪ করে আউট নারিন। ৫৬ করে আউট হন রাহানে।(Photo Courtesy- AP)
বাংলা খবর/ছবি/খেলা/
Ajinkya Rahane: দিনভর বৃষ্টির পর রাতে ইডেনে এল রাহানে ঝড়! তাণ্ডব চালালেন কেকেআর অধিনায়ক
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল