লাইভে Vamika-র মুখ! খুদে বিরাট আর অনুষ্কার ছবি হল Viral
- Published by:Debalina Datta
Last Updated:
অনেক প্রতীক্ষার পর বিরাট কোহলি (Virat Kohli) আর অনুষ্কা শর্মার (Anushka Sharma) মেয়ে ভামিকার (Vamika Kohli) এক ঝলক দেখা গিয়েছে।
advertisement
1/5

#নয়াদিল্লি: অবশেষে অনেক প্রতীক্ষার পর বিরাট কোহলি (Virat Kohli) আর অনুষ্কা শর্মার (Anushka Sharma) মেয়ে ভামিকার (Vamika Kohli) এক ঝলক দেখা গিয়েছে। মায়ের কোলে ছোট্ট ভামিকা বাবার ম্যাচ দেখতে এসেছিল। বলা বাহুল্য এতদিন ধরে এই পাওয়ার কাপলের মেয়ের মুখ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনেকেই। তাই ভামিকার ছবি ভাইরাল (Viral Video) হতে সময় নেয়নি। কিন্তু তার সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় আবার ফিরে এসেছে বিরাট (Virat Kohli) আর অনুষ্কার (Anushka Sharma) ছোটবেলার ছবিও। ভামিকাকে (Vamika) আদতে কার মতো দেখতে সেই নিয়েও জল্পনা চলেছে প্রচুর। Photo Courtesy- Instagram
advertisement
2/5
যে ভাইরাল ভিডিওতে (Viral Video) ভামিকাকে (Vamika) দেখা গিয়েছে সেটা আসলে একটি ম্যাচের ভিডিও। বাবাকে চিয়ার আপ করতে এসেছিল মেয়ে। সেখান থেকেই ভামিকার ছবি বিভিন্ন জায়গায় ছাপা হয়। ভিডিওটিও বিভিন্ন পেজে আগুনের মতো ছড়িয়ে পড়ে। অনেকেই বাবা বিরাট কোহলির (virat kohli) সঙ্গে মিল খুঁজে পান ভামিকার।Photo Courtesy- Instagram
advertisement
3/5
তবে বিরুষ্কার ভক্তদের উন্মাদনা ছিল দেখার মতো। তারা একধাপ এগিয়ে বিভিন্ন সূত্র থেকে খুঁজে বের করতে থাকে বিরাট আর অনুষ্কার ছোটবেলার কিছু ছবি। সেই ছবিও দুরন্ত গতিতে ভাইরাল হয়ে পড়ে। এই ছবিগুলো একসময় বিরাট আর অনুষ্কা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। অনুষ্কা তাঁর ছোটবেলার ছবি দিয়ে লিখেছিলেন “ছোট্ট আমি”। আর বিরাটের একটা ছোটবেলার ছবিতে দেখা যায় তাঁকে বার্গার উপভোগ করতে।
advertisement
4/5
advertisement
5/5
তবে অতি উৎসাহী অনেক ভক্তই বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে একটি ছোট্ট শিশু কন্যার ছবি প্রকাশ করে দাবি করে যে এটাই ভামিকার ছবি। যদিও পরে জানা যায় সেই সব ছবিই নকল ছিল। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার একটি ম্যাচে ভামিকাকে দেখা যায় অনুষ্কার কোলে। ভক্তরা অনেকেই খুশি হয়েছেন ভামিকার ছবি দেখে। তবে কিছু ভক্ত এর প্রতিবাদও করেছেন দম্পতির অনুমতি ছাড়া এই ভিডিও প্রকাশ্যে আনায়।