KKR, IPL 2022 : জিম থেকে নেট প্র্যাকটিস, নতুন প্রতিজ্ঞায় ফিরে আসার অঙ্গীকার নাইটদের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
KKR vows strong come back against Gujarat Titans in IPL. জিম এবং অনুশীলনে প্রতিজ্ঞাবদ্ধ নাইট রাইডার্স ব্রিগেড
advertisement
1/7

নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার জিমে ওয়েট ট্রেনিং করছেন শক্তি বাড়াতে। শেষ ম্যাচে ৮৫ করেও দলকে জেতাতে পারেননি। তাই শনিবার নতুন চ্যালেঞ্জ কেকেআর অধিনায়কের
advertisement
2/7
উমেশ যাদব নাইট রাইডার্স জার্সি তে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। তিনি সাদা বলের ক্রিকেটে শেষ হয়ে যাননি প্রমাণ করছেন প্রতি ম্যাচে। জিমে কসরত করছেন নিয়মিত
advertisement
3/7
অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ কেকেআর জার্সিতে অর্ধশতরান করেছিলেন রাজস্থানের বিপক্ষে। গুজরাতের বিরুদ্ধেও ফিঞ্চ নাইট ব্যাটিং লাইনআপের অন্যতম ফর্সা হতে চলেছেন সন্দেহ নেই। তার ওপর অনেকটাই নির্ভর করছে শাহরুখ খানের দল
advertisement
4/7
ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান স্যাম বিলিংস অনুশীলনে দুর্দান্ত ফুটবল খেলেন। ব্যাট হাতেও রান করার ক্ষমতা আছে। কিন্তু তার প্রধান সমস্যা ধারাবাহিকতার অভাব
advertisement
5/7
প্যাট কামিন্স মুম্বই ইন্ডিয়ান্সর বিরুদ্ধে ব্যাট হাতে দলকে জেতালেও বল হাতে সেভাবে সাফল্য পাচ্ছেন না। তাই প্র্যাকটিসে নেটে বাড়তি পরিশ্রম করছেন অস্ট্রেলিয়ান পেসার
advertisement
6/7
নাইট রাইডার্স হারুক বা জিতুক, সুনীল নারিন বল হাতে ধারাবাহিক পারফর্ম করেন। অবশ্য শেষ ম্যাচে তার ১৫০ টি টোয়েন্টি খেলা হয়ে গেলেও ব্যাট হাতে ভরসা দিতে পারছেন না ক্যারিবিয়ান তারকা
advertisement
7/7
নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি বাদ পড়ে গিয়েছেন প্যাট কামিন্স চলে আসায়। কিন্তু তার আগে পর্যন্ত দুর্দান্ত বল করেছেন। কেকেআর ম্যানেজমেন্ট আবার তাকে ফেরানোর কথা ভাবছে