TRENDING:

Anushka-Virat: ছেলে হওয়ার ২ মাসের মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন মা অনুষ্কা! বিরাটের ১০০ শতাংশ সমর্থন রয়েছে

Last Updated:
Anushka Sharma with Son Akaay in Mumbai Airport: দ্বিতীয়বার মা হয়েছেন অনুষ্কা শর্মা৷ স্বামী বিরাট কোহলির সব সময় ছিলেন তাঁর পাশে৷
advertisement
1/9
ছেলে হওয়ার ২মাসের মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন মা অনুষ্কা!বিরাটের ১০০শতাংশ সমর্থন
ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তান এসেছে তাঁদের সংসারে৷ দ্বিতীয়বার মা হয়েছেন অনুষ্কা শর্মা৷ স্বামী বিরাট কোহলির সব সময় ছিলেন তাঁর পাশে৷ সেই সময় খেলা থেকে বিরতি নিয়ে অনুষ্কারে সঙ্গে সময় কাটিয়েছিলেন কিং কোহলি৷
advertisement
2/9
লন্ডনে জন্ম হয় বিরাট-অনুষ্কার পুত্র সন্তান অকায়৷ ভামিকা হওয়ার পর থেকেই অনেকটা কাজ কমিয়ে দেন অনুষ্কা৷ এবার ছেলে হওয়ার পর তিনি কী আর অভিনয় করবেন? সেই প্রশ্ন অনেকেই করেছেন৷ কারণ অনুষ্কা বহুদিন অনস্ক্রিন আসছেন না৷
advertisement
3/9
ছেলে জন্ম হওয়ার আগেই লন্ডনে পাড়ি দেন অনুষ্কা-বিরাট৷ শোনা গিয়েছিল তাঁরা এবার থেকে সেখানেই বসবাস করবেন৷ অনুষ্কা শর্মা এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন, তিনি একটা সময় পর গৃহবধূ হতে চান। যাতে বাচ্চাদের সঙ্গে সারাটা দিন কাটাতে পারেন।
advertisement
4/9
ভামিকা ও অকায়ের বাবা-মা এবার পা রাখলেন দেশে৷ বিমানবন্দরে প্যাপারাৎজিদের ছেলের মুখ দেখান অনুষ্কা৷ কথা দেন যে পরে সময় মতো সকলের সামনে আসবেন তিনি৷
advertisement
5/9
২০২৩ সালের ডিসেম্বর শেষবার অনুষ্কাকে ভারতে দেখা গিয়েছে। তার পর থেকে তিনি লন্ডনে। দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার পরও অনুষ্কা দেশে ফেরেননি এখনও।
advertisement
6/9
বিরাট কোহলির ভক্তদের একাংশ মনে করছিল যে অবসরের পর তিনি ও তাঁর স্ত্রী লন্ডনেই পাকাপাকিভাবে থাকবেন।
advertisement
7/9
আসলে বিরাট ও অনুষ্কা বাবা-মা হওয়ার পর থেকে চাইছেন, তাঁদের ব্যক্তিগত পরিসরে যেন কেউ প্রবেশ না করে! সেই প্রাইভেসি তাঁরা পেতে পারেন লন্ডনে।
advertisement
8/9
নেটিজেনদের অনেকেই বলছেন, অর্থের অভাব না হলে লন্ডনের মতো জায়গায় থাকাটা আরামের। সেখানে কেউ তাঁদের ব্যক্তিগত পরিসরে প্রবেশ করবে না। এমনকী ইউকে-র নাগরিকত্ব পেতেও বিরাট-অনুষ্কার খুব একটা সমস্যা হবে না।
advertisement
9/9
তবে সেই কানাঘুষো বা গুঞ্জন দূরে সরিয়ে দিয়ে দেশে ফিরে এলেন অনুষ্কা৷ ফলে তাঁরা যে লন্ডনে পাকাপাকিভাবে থাকবেন না, সেটা নিশ্চিত৷
বাংলা খবর/ছবি/খেলা/
Anushka-Virat: ছেলে হওয়ার ২ মাসের মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন মা অনুষ্কা! বিরাটের ১০০ শতাংশ সমর্থন রয়েছে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল