Anushka-Virat: ছেলে হওয়ার ২ মাসের মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন মা অনুষ্কা! বিরাটের ১০০ শতাংশ সমর্থন রয়েছে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Anushka Sharma with Son Akaay in Mumbai Airport: দ্বিতীয়বার মা হয়েছেন অনুষ্কা শর্মা৷ স্বামী বিরাট কোহলির সব সময় ছিলেন তাঁর পাশে৷
advertisement
1/9

ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তান এসেছে তাঁদের সংসারে৷ দ্বিতীয়বার মা হয়েছেন অনুষ্কা শর্মা৷ স্বামী বিরাট কোহলির সব সময় ছিলেন তাঁর পাশে৷ সেই সময় খেলা থেকে বিরতি নিয়ে অনুষ্কারে সঙ্গে সময় কাটিয়েছিলেন কিং কোহলি৷
advertisement
2/9
লন্ডনে জন্ম হয় বিরাট-অনুষ্কার পুত্র সন্তান অকায়৷ ভামিকা হওয়ার পর থেকেই অনেকটা কাজ কমিয়ে দেন অনুষ্কা৷ এবার ছেলে হওয়ার পর তিনি কী আর অভিনয় করবেন? সেই প্রশ্ন অনেকেই করেছেন৷ কারণ অনুষ্কা বহুদিন অনস্ক্রিন আসছেন না৷
advertisement
3/9
ছেলে জন্ম হওয়ার আগেই লন্ডনে পাড়ি দেন অনুষ্কা-বিরাট৷ শোনা গিয়েছিল তাঁরা এবার থেকে সেখানেই বসবাস করবেন৷ অনুষ্কা শর্মা এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন, তিনি একটা সময় পর গৃহবধূ হতে চান। যাতে বাচ্চাদের সঙ্গে সারাটা দিন কাটাতে পারেন।
advertisement
4/9
ভামিকা ও অকায়ের বাবা-মা এবার পা রাখলেন দেশে৷ বিমানবন্দরে প্যাপারাৎজিদের ছেলের মুখ দেখান অনুষ্কা৷ কথা দেন যে পরে সময় মতো সকলের সামনে আসবেন তিনি৷
advertisement
5/9
২০২৩ সালের ডিসেম্বর শেষবার অনুষ্কাকে ভারতে দেখা গিয়েছে। তার পর থেকে তিনি লন্ডনে। দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার পরও অনুষ্কা দেশে ফেরেননি এখনও।
advertisement
6/9
বিরাট কোহলির ভক্তদের একাংশ মনে করছিল যে অবসরের পর তিনি ও তাঁর স্ত্রী লন্ডনেই পাকাপাকিভাবে থাকবেন।
advertisement
7/9
আসলে বিরাট ও অনুষ্কা বাবা-মা হওয়ার পর থেকে চাইছেন, তাঁদের ব্যক্তিগত পরিসরে যেন কেউ প্রবেশ না করে! সেই প্রাইভেসি তাঁরা পেতে পারেন লন্ডনে।
advertisement
8/9
নেটিজেনদের অনেকেই বলছেন, অর্থের অভাব না হলে লন্ডনের মতো জায়গায় থাকাটা আরামের। সেখানে কেউ তাঁদের ব্যক্তিগত পরিসরে প্রবেশ করবে না। এমনকী ইউকে-র নাগরিকত্ব পেতেও বিরাট-অনুষ্কার খুব একটা সমস্যা হবে না।
advertisement
9/9
তবে সেই কানাঘুষো বা গুঞ্জন দূরে সরিয়ে দিয়ে দেশে ফিরে এলেন অনুষ্কা৷ ফলে তাঁরা যে লন্ডনে পাকাপাকিভাবে থাকবেন না, সেটা নিশ্চিত৷