MS Dhoni Ambassador: বয়স ৪০-র কোঠা পেরিয়েছে, IPL ছাড়া ক্রিকেট খেলেন না, তাও বাজারদর চাঙ্গা মাহির, এল নতুন এনডর্সমেন্ট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
MS Dhoni Ambassador: এই বয়সেও একের পর এক ব্র্যান্ড তাঁর পিছনের ছুটছে আর তিনি হচ্ছেন মালামাল...
advertisement
1/6

এখনও বাজার গরম এমএস ধোনির৷ অভিজ্ঞ এই ক্রিকেটার এবং বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখনও শুধুমাত্র আইপিএলটাই খেলেন৷ কিন্তু তাতেও ব্র্যান্ডের বাজারে তাঁর চাহিদা তুঙ্গে৷ ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে অনেক বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম।
advertisement
2/6
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক, মহেন্দ্র সিং ধোনিকে তাঁরা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নিয়োগ করেছে৷ অতি সম্প্রতি তাঁরা এই মেগা ঘোষণা করেছে৷
advertisement
3/6
-SBI-এর পর ফের একটি বড় ব্র্যান্ড এম এস ধোনিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার ঘোষণা দিয়েছে।
advertisement
4/6
ম্যাক্সিভিশন সুপার স্পেশালিটি আই হাসপাতাল। এই সুখবর ঘোষণা করে, হাসপাতাল একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে৷ সেখানে তারা জানিয়েছে এমএস ধোনিকে একজন আইকন হিসাবে দেখা হচ্ছে। তিনি ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে চোখের রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে পারবেন পাশাপাশি তাঁদের আই চেকআপের জন্য উৎসাহিত করতে পারবেন৷
advertisement
5/6
এর আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিওমার্ট প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএস ধোনিকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার ঘোষণা করেছিল।
advertisement
6/6
এছাড়াও, ক্যাপ্টেন কুল ২০২৩ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে আরও কয়েকটি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন৷ এতে Oreo, India Cements, Dream11 এবং Reebok-এর মতো অনেক বড় কোম্পানির নাম রয়েছে।