Indian Cricketers Retirement: শুধু বিরাট-রোহিত-জাদেজা নয়, আরও ৫ ভারতীয় ক্রিকেটারের শীঘ্রই অবসর! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
5 Indian Cricketers May Announce Retirement Soon: টি-২০ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। তবে এখানেই শেষ নয়, মনে করা হচ্ছে শীঘ্রই অবসর ঘোষণা করতে পারেন আরও ৫ ভারতীয় ক্রিকেটার।
advertisement
1/6

টি-২০ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। তবে এখানেই শেষ নয়, মনে করা হচ্ছে শীঘ্রই অবসর ঘোষণা করতে পারেন আরও ৫ ভারতীয় ক্রিকেটার।
advertisement
2/6
শিখর ধওয়ান: টেস্ট ক্রিকেটে দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে শিখর ধওয়ান। সাদা বলের ক্রিকেটে ওডিআই ফর্ম্যাটে পাচ্ছিলেন সুযোগ। কিছু সিরিজে অধিনায়কত্বের দায়িত্বও পেয়েছেন। কিন্তু বর্তমানে একদিনের ক্রিকেট দল থেকেও ব্রাত্য 'গব্বর'। ওডিআই বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপে সুযোগ না পাওয়ার পর এবার মনে হয় ধাওয়ানের অবসর ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।
advertisement
3/6
ঋদ্ধিমান সাহা: উইকেটের পিছনে অনবদ্য পারফর্ম করেও, ব্যাট হাতে রান করেও ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়তে হয়েছিল বাংলার ছেলে ঋদ্ধিমান সাহাকে। সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল ভারতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ। তবে তারপরও লড়াই চালিয়ে গিয়েছেন ঋদ্ধি। আইপিএলেও ভাল পারফর্ম করেছেন। তবে এবার মনে হচ্ছে কেরিয়ারে ইতি টানবেন পাপালি।
advertisement
4/6
ভুবনেশ্বর কুমার: এক সময় সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের পেস অ্যাটাকের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন ভুবনেশ্বর কুমার। তাঁর সুইং বোলিংয়ের প্রশংসাও হত। কিন্তু দীর্ঘদিন ধরে দলের বাইরে তিনি। ফলে ভুবিও খুব শীঘ্রই ক্রিকেটকে বিদায় জানাতে পারেন।
advertisement
5/6
ইশান্ত শর্মা: একদিনের ক্রিকেট ও টি-২০ ক্রিকেটে ভারতীয় দলে কোনওদিনই নিয়মিত সদস্য ছিলেন পেসার ইশান্ত শর্মা। তবে টেস্ট ক্রিকেটে একসময় ভারতীয় দলের অন্যতম সেরা অস্ত্র ছিলেন এই ডান হাতি পেসার। ১০৫টি টেস্ট খেলার নজিরও রয়েছে। ১০০-র বেশি টেস্ট খেলার সৌভাগ্য সব ক্রিকেটারের হয় না। বর্তমানে বয়স ৩৪ পেরিয়েছে। টেস্ট দল থেকেও বাইরে রয়েছেন। ফলে অবসর নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন ইশান্তও।
advertisement
6/6
পীযুষ চাওলা: দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন লেগ স্পিনার পীযুষ চাওলা। বর্তমানে বয়স ৩৫ পেরিয়েছে। যেই বয়সে স্পিনাররা জাতীয় দলের হয়ে চুটিয়ে ক্রিকেট খেলেন। কিন্তু অশ্বিন, জাদেজাদের ভিড়ে ব্রাত্য তিনি। তবে ভারতীয় দলের দরজা তাঁর জন্য যে বন্ধ তা বুঝে গিয়েছেন। ফলে আর কিছু দিন অপেক্ষা করে অবসর নিতে পারেন তিনিও।