Ravi Shastri: বিশ্বকাপের পরই কি শাস্ত্রীর বিদায়! কোহলিদের পরবর্তী হেডস্যর-এর দৌড়ে কারা!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
রবি শাস্ত্রীর বদলে কে হবেন ভারতীয় দলের কোচ। দৌড়ে কারা রয়েছেন! জেনে নিন।
advertisement
1/5

টি-২০ বিশ্বকাপের পরই রবি শাস্ত্রীর কোচিং পদের মেয়াদ শেষ হচ্ছে। InsideSport -এর রিপোর্ট বলছে, শাস্ত্রী নাকি নিজেই বোর্ডকে জানিয়েছেন, কোচ হিসাবে তাঁর মেয়াদ যেন আর না বাড়ানো হয়। তবে ভারতীয় ক্রিকেটমহলের অনেকেই বলছেন, টি-২০ বিশ্বকাপের পর শাস্ত্রীর বিদায় প্রায় নিশ্চিত। আর তাই ইতিমধ্যে বোর্ড কোহলিদের পরবর্তী কোচ খোঁজার কাজও শুরু করেছে।
advertisement
2/5
এখন প্রশ্ন হচ্ছে, শাস্ত্রীর বদলে ভারতীয় দলের পরবর্তী কোচ কে! রাহুল দ্রাবিড়ের নাম ভেসেছে বেশ কিছুদিন। তবে তিনি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসাবে ফের আবেদন করায় সে আশায় জল পড়েছে। ভারতীয় ক্রিকেট সমর্থকদের অনেকেই দ্রাবিড়কে ভারতীয় দলের পরবর্তী কোচ হিসাবে আশা করেছিলেন। তবে তিনি যে ভারতীয় দলের কোচ হচ্ছেন না তা প্রায় নিশ্চিত।
advertisement
3/5
ভারতীয় ক্রিকেট মহলের অনেকেই বলছেন, টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হতে পারেন কোনও ভারতীয়। তবে যোগ্য বায়োডাটা না পেলে কিন্তু বিসিসিআই বিদেশি কোচ নিয়োগের পথেও হাঁটতে পারে। যদিও ভারতীয় হিসাবে কোচ হওয়ার দৌড়ে রয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ। এর আগেও সেহওয়াগ ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন। তাঁর সঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক ভাল। ফলে বীরু পরবর্তী কোচ হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
advertisement
4/5
ভারতীয় দলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে রয়েছে মাইক হাসন। ২০১৫ সালে তাঁর কোচিংয়ে নিউ জিল্যান্ড বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। মাইক হাসন এর আগেও ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু সেবার রবি শাস্ত্রীকে বেছে নেয় বোর্ড।
advertisement
5/5
এর আগেও টম মুডির নাম ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে ছিল। তবে মুডি ও মাইক হাসনকে টপকে শেষ পর্যন্ত শাস্ত্রীই ভারতীয় দলের কোচ হন। এবারও টম মুডি দৌড়ে রয়েছেন বলে জানা যাচ্ছে।