Afghanistan In T-20 World Cup: তালিবান শাসনে গোটা দেশ, আফগানিস্তান কি টি-২০ বিশ্বকাপে খেলবে? রইল আপডেট
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
সামনেই টি-২০ বিশ্বকাপ। তালিবানের শাসনে থাকা আফগানিস্তান কি খেলবে! আইসিসি আপডেট দিয়ে দিল।
advertisement
1/5

তালিবান শাসনে আফগানিস্তান। প্রায় দুমাস হতে চলল। তবে তালিবান আগেই জানিয়েছিল, তারা দেশের ক্রিকেটের কোনও ক্ষতি হতে দেবে না। আফগান ক্রিকেট বোর্ড বড় মুখ করে দাবি করেছিল, তালিবান ক্রিকেট ভালবাসে। তাই তালিবান শাসনে আফগান ক্রিকেটের উন্নতিই হবে।
advertisement
2/5
এখন প্রশ্ন হচ্ছে, তালিবান শাসনে থাকা আফগানিস্তান কি টি-২০ বিশ্বকাপে খেলবে! আইসিসি কি তালিবান শাসনে থাকা আফগানিস্তানকে খেলার অনুমতি দেবে! কারণ আইসিসি আগেই জানিয়েছিল, আফগানিস্তান তালিবান পতাকার ছায়ায় খেলতে চাইলে তাদের বাধা দেওয়া হবে।
advertisement
3/5
আইসিসি আরও একবার জানিয়ে দিল, আফগানিস্তানকে তালিবান পতাকার নিচে খেলতে দেওয়া হবে না। না হলে এমনিতে টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের খেলায় কোনও বাধা নেই।
advertisement
4/5
আফগানিস্তানে অগাস্ট মাসে তালিবান শাসন জারি হয়। তার পর থেকে দেশের ক্রিকেট পরিস্থিতি কেমন হয়, তার দিকে নজর রাখা হবে বলে জানিয়েছে আইসিসি। তবে আফগানিস্তানের ক্রিকেটের উন্নতি সবরকম সাহায্য করা হবে বলেই জানিয়েছে আইসিসি।
advertisement
5/5
আইসিসি জানিয়েছে, আফগানিস্তান পুরনো সদস্য। তাছাড়া আফগান ক্রিকেটাররা টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করেছেন। এমন পরিস্থিতিতে কোনওভাবেই তাদের বিশ্বকাপে খেলা আটকাবে না। উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপে ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ডের সঙ্গে একই গ্রুপে রয়েছে আফগানিস্তান।