Asghar Afghan Retired: দেশের জার্সিতে জীবনের শেষ ইনিংস, 'গার্ড অফ অনার'-এ সম্মানিত আফগান তারকা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Asghar Afghan Guard Of Honor: খেলার মাঠেই হয়তো এতটা সম্মান পাওয়া সম্ভব। জীবনের শেষ ইনিংসের পর বিপক্ষ দলের থেকেও সম্মান পেলেন অসগর।
advertisement
1/5

এত সম্মান খুব কমসংখ্যক মানুষেরই কপালে জোটে। হয়তো খেলার মাঠই কাউকে এতটা সম্মান দিতে পারে। শুধু সতীর্থ নয়, বিপক্ষ দলের ক্রিকেটারদের থেকেও সম্মান পেলেন আফগানিস্তানের তারকা ব্যাটার অসগর আফগান।
advertisement
2/5
চলতি টি-২০ বিশ্বকাপের মাঝেই অবসর নেবেন বলে ঘোষণা করেছিলেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক। তার পর থেকেই আফগানিস্তানের ক্রিকেট সমর্থকদের মন খারাপ। নামিবিয়ার বিরুদ্ধে খেলেই অবসর নেবেন বলে জানিয়েছিলেন অসগর।
advertisement
3/5
টি-২০ ক্রিকেটে আফগানিস্তানের হয়ে সব থেকে বেশি ম্যাচ জেতা অধিনায়ক অসগর। দেশের জার্সিতে জীবনের শেষ ইনিংস খেলে অনন্য সম্মান পেলেন। নামিবিয়ার ক্রিকেটাররাও এদিন তাঁকে গার্ড অফ অনার দিলেন।
advertisement
4/5
এদিন নামিবিয়ার বিরুদ্ধে ২৩ বলে ৩১ রানের ইনিংস খেলেন অসগর। তিনটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। আফগানিস্তানের ইনিংসের ১৯তম ইনিংসে আউট হওয়ার পর অসগরকে গার্ড অফ অনার দেন নামিবিয়া ও আফগানিস্তানের ক্রিকেটাররা।
advertisement
5/5
বিশ্বকাপের ম্যাচে প্রথম অফগান হিসাবে হাফ সেঞ্চুরি করেছিলেন অসগর। তাঁর প্রতি সতীর্থদের সম্মান ঠিক কতটা, এদিন সেটা বোঝা গেল। এমনকী বিপক্ষ দলের ক্রিকেটাররাও অসগরের প্রতি দারুন সম্মান প্রদর্শন করলেন।