ভারত ছিল ‘দ্বিতীয় ঘর’, এবার অন্য ভাবনা আফগানিস্তান ক্রিকেট দলের, নতুন ভেন্যু হিসেবে বেছে নিল অন্য দেশ, কেন জানেন?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Afghanistan Cricket Team: Cricbuzz-এর প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ও আবু ধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব (এডিসিএসএইচ)-এর মধ্যে চুক্তির পর এখন থেকে আবু ধাবিই আফগানিস্তানের নতুন হোম বেস।
advertisement
1/7

আফগানিস্তানের ক্রিকেট ভারতের অবদান অনেক। এ কথা স্বীকার করেন খোদ আফগান ক্রিকেটাররাই। একটা সময় ভারত তাদের ‘হোম বেস’-ও ছিল। তবে এবার তারা হাত মেলাল আবু ধাবির সঙ্গে। আবু ধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব (এডিসিএসএইচ)-এর সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই চুক্তির আওতায়, আফগানিস্তান এখন থেকে তাদের হোম সিরিজ আবু ধাবিতে খেলবে।
advertisement
2/7
আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতির কারণে, এসিবি নিজের দেশে আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করতে পারে না। দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন অন্য কোনও দেশে করতে হয়। ভারত দীর্ঘদিন আফগানিস্তানের হোম বেস ছিল। দেহরাদুন, লখনউ এবং গ্রেটার নয়ডায় তাঁদের হোম ম্যাচ খেলতেন রশিদরা।
advertisement
3/7
গত বছর গ্রেটার নয়ডায় আফগানিস্তান ও নিউজিল্যান্ডের একটি টেস্ট ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। তবে শুধু বৃষ্টি নয়, স্টেডিয়ামের অব্যবস্থাপনাও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সব মিলিয়ে অসন্তুষ্ট ছিল উভয় দলই।
advertisement
4/7
Cricbuzz-এর প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ও আবু ধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব (এডিসিএসএইচ)-এর মধ্যে চুক্তির পর এখন থেকে আবু ধাবিই আফগানিস্তানের নতুন হোম বেস।
advertisement
5/7
এই চুক্তির ফলে আফগানিস্তানের সব প্রশিক্ষণ শিবির, ‘এ’ দল ও বয়সভিত্তিক দলের ম্যাচ আবু ধাবিতেই হবে। এছাড়া দ্বিপাক্ষিক সিরিজ ও ঘরোয়া ম্যাচও এখানেই খেলবে আফগানিস্তান। এসিবি-র প্রধান নির্বাহী নসিব খান বলেন, ‘‘এডিসিএসএইচ-এর সঙ্গে চুক্তি করে আমরা খুবই খুশি। এটি আমাদের প্রয়োজনীয় সব সুবিধা দেবে। আবু ধাবিকে দ্বিতীয় ঘর হিসেবে ঘোষণা করা আফগানিস্তান ক্রিকেটের জন্য বড় এক পদক্ষেপ।’’
advertisement
6/7
সঙ্গে তিনি যোগ করেন, ‘‘সংযুক্ত আরব আমিরশাহি সবসময় আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। এমিরেটস ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। এই পদক্ষেপে আফগানিস্তানের ক্রিকেটের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।’’ পাশাপাশি, এসিবি ও এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) যৌথভাবে কাজ করবে, যাতে সিনিয়র পুরুষ দলের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য আফগানিস্তান ইউএই-এর বিভিন্ন ভেন্যু ব্যবহার করতে পারে।
advertisement
7/7
এডিসিএসএইচ-এর প্রধান নির্বাহী ম্যাট বাউচার বলেন, ‘‘আমরা আফগানিস্তান ক্রিকেটকে দ্বিতীয় ঘর দিতে পেরে গর্বিত। আমাদের এখানে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা রয়েছে। বিশ্বের সেরা খেলোয়াড়রা খেলেছেন।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা আগেও আফগানিস্তানের ম্যাচ আয়োজন করেছি এবং সেই অভিজ্ঞতা দারুণ ছিল। এবার স্থায়ীভাবে আবু ধাবিকে তাদের দ্বিতীয় ঘর হিসেবে ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।’’