Mohammad Nabi Unsold: বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে কেউ দলে নিল না! অবিক্রিত আফগান তারকা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mohammad Nabi Unsold: অনেকেই মজা করে বললেন, ক্রুনাল পান্ডিয়ার দাম উঠল ৮.৭৫ কোটি! অথচ আফগান তারকা নবি অবিক্রিত!
advertisement
1/5

আফগানিস্তান ক্রিকেটর গত কয়েক বছরে রকেটের মতো উত্থান হয়েছে। আর আফগান ক্রিকেটের তারকা মহম্মদ নবির ভূমিকা তাতে অনস্বীকার্য। অথচ আইপিএলে এবার দাম পেলেন না মহম্মদ নবি।
advertisement
2/5
এক কোটি টাকা বেস প্রাইজ ছিল নবির। তবে আইপিএল ২০২২ মেগা নিলামে তাঁকে দলে নিতে আগ্রহ দেখাল না কোনও ফ্র্যাঞ্চাইজি।
advertisement
3/5
মহম্মদ নবির মতো অবিক্রিত থাকলেন অজি তারকা ম্যাথিউ ওয়েড। আইপিএলে তাঁর পারফরম্যান্স বলার মতো ছিল না। তাই হয়তো তাঁকে দলে নিতে কেউ আগ্রহ দেখাল না। তবে নবির মতো অলরাউন্ডারের অবিক্রিত থাকাটা অবাক করেছে অনেককে।
advertisement
4/5
অনেকেই মজা করে বললেন, ক্রুনাল পান্ডিয়ার মতো অলরাউন্ডার ৮.৭৫ কোটি টাকা দর পেলেন, অথচ নবির মতো কার্যকরী অলরাউন্ডারকে কেউ নিল না!
advertisement
5/5
অনেকেই আশা করছেন, আগামীকাল পরের রাউন্ডে হয়তো নবিকে দলে নিতে কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাবে। তবে প্রথম রাউন্ডে তাঁর অবিক্রিত থেকে যাওয়াটা অবাক করার মতো ঘটনা।