TRENDING:

Bodybuilding : বিশ্বমঞ্চে আবারও উজ্জ্বল ভারতের নাম, বিশ্ব বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে রুপোর পদক বাংলার এক রেলকর্মীর

Last Updated:
Bodybuilding : জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নীতিন চান্ডিলার ধারাবাহিক সাফল্যে আদ্রা ডিভিশনের রেলের সকল আধিকারিক ও কর্মীরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। 
advertisement
1/6
বিশ্বমঞ্চে আবারও উজ্জ্বল ভারতের নাম, বিশ্ব বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে রুপোর পদক রেলকর্মীর
আদ্রা ডিভিশনের রেলের কর্মচারী নীতিন চান্ডিলা বিশ্ব বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে রুপোর পদক জিতে আবারও একবার দেশের নাম উজ্জ্বল করলেন। ইন্দোনেশিয়ায় গত ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ১৬তম 'বিশ্ব বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপ' -এ ১০০ কেজি বিভাগে তিনি দ্বিতীয় স্থান অর্জন করে রুপোর পদক জিতেন। (তথ্য: শান্তনু দাস, ছবি: সংগৃহীত)
advertisement
2/6
আদ্রা ডিভিশনের রেলের স্পোর্টস অফিসার ও সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার শচীন্দ্র বর্মা বলেন, “নীতিন চান্ডিলার এই সাফল্য আমাদের কাছে অত্যন্ত গর্বের। তিনি আদ্রা ডিভিশনে কমার্শিয়াল ক্লার্ক ও টিকিট ক্লার্ক হিসেবে কর্মরত। এর আগেও তিনি জাতীয় স্তরে একাধিক প্রতিযোগিতায় সোনা ও রুপোর পদক জিতে কৃতিত্ব অর্জন করেছেন।” (তথ্য: শান্তনু দাস, ছবি: সংগৃহীত)
advertisement
3/6
সম্প্রতি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব প্রতিযোগিতায় রুপোর পদক জিতে নীতিন আবারও প্রমাণ করলেন তার ধারাবাহিক সাফল্য। নিজের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি শুধু ব্যক্তিগত কৃতিত্বই বাড়ালেন না, বরং আরও একবার উজ্জ্বল করলেন দেশের নাম বিশ্বমঞ্চে। (তথ্য: শান্তনু দাস, ছবি: সংগৃহীত)
advertisement
4/6
নিজের অনুভূতি জানাতে গিয়ে নীতিন চান্ডিলা বলেন, “খুব ভাল লাগছে দ্বিতীয় স্থান অর্জন করতে পেরে। যদিও আরও ভালো ফলাফলের আশা করেছিলাম, তবুও এই সাফল্য আমাকে আরও অনুপ্রাণিত করবে।” (তথ্য: শান্তনু দাস, ছবি: সংগৃহীত)
advertisement
5/6
জানা যায়, নীতিন চান্ডিলা মূলত হরিয়ানার বাসিন্দা হলেও বর্তমানে চাকরির সুবাদে আদ্রা ডিভিশনে থাকেন। দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে তাকে নিয়মিত ভ্রমণ করতে হয়। (তথ্য: শান্তনু দাস, ছবি: সংগৃহীত)
advertisement
6/6
জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নীতিন চান্ডিলার এই ধারাবাহিক সাফল্যে আদ্রা ডিভিশনের রেলের সকল আধিকারিক ও কর্মীরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সকলেরই আশা, আগামী দিনেও তিনি দেশকে আরও বহু সাফল্য উপহার দেবেন। (তথ্য: শান্তনু দাস, ছবি: সংগৃহীত)
বাংলা খবর/ছবি/খেলা/
Bodybuilding : বিশ্বমঞ্চে আবারও উজ্জ্বল ভারতের নাম, বিশ্ব বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে রুপোর পদক বাংলার এক রেলকর্মীর
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল