পায়েলের কেন বিয়ে হচ্ছে না? কারণ জানালেন সৌরভকে! শুনে হা হয়ে গেলেন 'দাদা'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Payel Sarkar At Dadagiri: সৌরভ গঙ্গোপাধ্যায়কে পায়েল বলেন, অনেকেই জিজ্ঞেস করে আমি এখনও কেন সিঙ্গল! আসলে আমার মতো বাঙালি পরিবারের মেয়েদের বাবা-মায়েরা খুব রক্ষণশীল। মনের মতো পাত্র খুঁজে বের করাটা কঠিন কাজ।
advertisement
1/7

দাদাগিরি মানেই নতুন কিছু। সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজের কথা হোক বা প্রতিযোগীদের।
advertisement
2/7
সম্প্রতি দাদাগিরিতে এসেছিলেন অভিনেত্রী পায়েল। সেখানে দাদার সঙ্গে অনেক ব্যাপারেই কথা বলেন তিনি।
advertisement
3/7
অভিনেত্রী পায়েলের বয়স এখন ৪২। তবে এখনও তিনি কেন বিয়ে করেননি, সে কথা জানালেন সৌরভকে।
advertisement
4/7
একটা সময় বাংলা বাণিজ্যিক ছবিতে তাঁকে দেখা যেত নিয়মিত। তবে এখন তাঁকে আর সেভাবে দেখা যায় না। পায়েল সরকারকে সদ্য মুক্তি পাওয়া ‘আবার অরণ্যের দিনরাত্রি’ সিনেমাতে দেখা গিয়েছে।
advertisement
5/7
একটা সময় রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁ সম্পর্কের গুঞ্জন ছিল। তবে সে সব এখন অতীত।
advertisement
6/7
সৌরভ গঙ্গোপাধ্যায়কে পায়েল বলেন, অনেকেই জিজ্ঞেস করে আমি এখনও কেন সিঙ্গল! আসলে আমার মতো বাঙালি পরিবারের মেয়েদের বাবা-মায়েরা খুব রক্ষণশীল।
advertisement
7/7
দাদা তখন বলেন, তার মানে তুমি কি বাবা-মায়ের জন্য সিঙ্গল! পায়েল বলেন, আসলে নিজের মনের মতো ছেলে পাওয়া তো কঠিন। তার থেকেও কঠিন, বাবা-মায়ের মনের মতো পাত্র পাওয়া।