TRENDING:

Abhishek Sharma: বিধ্বংসী ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড অভিষেক শর্মার, পেছনে ফেললেন একের পর এক তারকাদের

Last Updated:
Abhishek Sharma: ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন অভিষেক শর্মা। ২১ জানুয়ারি নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি–টোয়েন্টি ম্যাচে অসাধারণ ব্যাটিং করে বিশ্ব ক্রিকেটে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেন এই তরুণ ওপেনার।
advertisement
1/5
বিধ্বংসী ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড অভিষেক শর্মার, পেছনে ফেললেন একের পর এক তারকাদের
ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন অভিষেক শর্মা। ২১ জানুয়ারি নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি–টোয়েন্টি ম্যাচে অসাধারণ ব্যাটিং করে বিশ্ব ক্রিকেটে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেন এই তরুণ ওপেনার। মাত্র ২২ বলে হাফ-সেঞ্চুরি করে তিনি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ বল বা তার কমে সর্বাধিক আটটি হাফ-সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হন। (Photo-AP)
advertisement
2/5
২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটার অভিষেক শর্মা ভারতের ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন। ভারতীয় ইনিংসের অষ্টম ওভারের চতুর্থ বলে একটি সিঙ্গেল নিয়ে তিনি নিজের অর্ধশতরান পূর্ণ করেন। এর মাধ্যমে তিনি ফিল সল্ট, সূর্যকুমার যাদব এবং এভিন লুইসের মতো তারকাদের ছাড়িয়ে যান, যাদের প্রত্যেকেরই ২৫ বল বা তার কমে সাতটি করে হাফ-সেঞ্চুরি রয়েছে। (Photo-AP)
advertisement
3/5
এই ইনিংসটি আরও বিশেষ হয়ে ওঠে কারণ এটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনো ভারতীয় ব্যাটারের দ্রুততম হাফ-সেঞ্চুরি। এর আগে এই রেকর্ড ছিল রোহিত শর্মা ও কে এল রাহুলের দখলে, যারা ২০২০ সালে কিউইদের বিরুদ্ধে ২৩ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন। অভিষেক মাত্র ২২ বলেই সেই কৃতিত্ব অর্জন করে নতুন মানদণ্ড স্থাপন করেন। (Photo-AP)
advertisement
4/5
এদিন ৩৫ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অভিষেক। যদিও তিনি শতরান করতে পারেননি, তবুও এই ইনিংস তাকে আরও একটি বিশ্বরেকর্ড এনে দেয়। তিনি সব ধরনের টি–টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ইতিহাসের দ্রুততম ব্যাটার হিসেবে ৫০০০ রানে পৌঁছান। মাত্র ২৮৯৮ বলেই তিনি এই মাইলফলক স্পর্শ করেন, যা আগের রেকর্ডধারী আন্দ্রে রাসেলের থেকেও কম। (Photo-AP)
advertisement
5/5
অভিষেকের এই ইনিংস ভারতীয় দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি–টোয়েন্টিতে ভারতীয় ব্যাটারদের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের তালিকায় তিনি তৃতীয় স্থানে উঠে আসেন। ধারাবাহিক পারফরম্যান্সে প্রমাণ হচ্ছে, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল করতে অভিষেক শর্মা হতে চলেছেন এক গুরুত্বপূর্ণ নাম। (Photo-AP)
বাংলা খবর/ছবি/খেলা/
Abhishek Sharma: বিধ্বংসী ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড অভিষেক শর্মার, পেছনে ফেললেন একের পর এক তারকাদের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল