Abhishek Sharma: পাকিস্তানকে পিটিয়ে ছাতু করে বিশ্বরেকর্ড অভিষেক শর্মার, যা নেই কোনও ব্যাটারের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Abhishek Sharma: এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। ৫টি ছয় ও ৬টি চারে সাজানো তাঁর ইনিংস।
advertisement
1/5

এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ৩৯ বলে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। ৫টি ছয় ও ৬টি চারে সাজানো তাঁর ইনিংস।
advertisement
2/5
১৭২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অভিষেক প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদিকে ছক্কা হাঁকিয়ে নিজের ইনিংস শুরু করেন। আব্রার আহমেদের বলে দ্বিতীয় ছক্কাটি মারেন অভিষেক। এই ছক্কাটিই অভিষেকের টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারের ৫০তম ছক্কা হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছ।
advertisement
3/5
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে আইসিসির পূর্ণ সদস্যের দলগুলির বিরুদ্ধে সবথেকে কম বলে ৫০টি ছয় মারার রেকর্ড নিজের নামে করলেন অভিষেক। ৩৩১ বলে এই নজির গড়লেন অভিষেক। এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইসের দখলে, যিনি ৩৬৬ বলে ৫০ ছক্কা মেরেছিলেন।
advertisement
4/5
ভারতের হয়ে এর আগে সবচেয়ে দ্রুত ৫০ ছক্কা হাঁকানোর কৃতিত্ব ছিল সূর্যকুমার যাদবের। তিনি ৫১০ বলে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। অভিষেক তাকে অনেক পিছনে ফেলে নতুন ইতিহাস গড়লেন।
advertisement
5/5
এই পারফরম্যান্সে শুধু ভারতের ইনিংসের ভিত্তি শক্ত হলো না, বরং অভিষেক শর্মা নিজেকে ভবিষ্যতের তারকা হিসেবেও প্রতিষ্ঠিত করলেন। আগামী ম্যাচগুলিতেও অভিষেকের ব্যাটে এমন ইনিংস দেখার অপেক্ষায় ফ্যানেরা।