Abhishek Sharma: টি-২০ ক্রিকেটে বিশ্বের কোনও ব্যাটার যা পারেনি, এমন জোড়া বিশ্বরেকর্ড এবার অভিষেক শর্মার দখলে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Abhishek Sharma: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন অভিষেক শর্মা। ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের হয়ে ইনিংস ওপেন করেন তিনি। মাত্র ২০ বল খেলে অপরাজিত ৬৮ রান করে দলকে সহজ জয় এনে দেন এই বাঁহাতি ব্যাটার।
advertisement
1/6

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন অভিষেক শর্মা। ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের হয়ে ইনিংস ওপেন করেন তিনি। মাত্র ২০ বল খেলে অপরাজিত ৬৮ রান করে দলকে সহজ জয় এনে দেন এই বাঁহাতি ব্যাটার।
advertisement
2/6
অভিষেকের এই ইনিংসের সবচেয়ে বড় বিশেষত্ব ছিল—তিনি একটিও ডট বল খেলেননি। টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটি একটি বিশ্বরেকর্ড। ডট বল ছাড়া করা ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস এখন তাঁর নামের পাশেই লেখা থাকবে।
advertisement
3/6
পরিসংখ্যান বলছে, পুরুষদের টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১২টি পূর্ণ সদস্য দেশের ব্যাটাররা ২০ বা তার বেশি বল খেলে হাজার হাজার ইনিংস খেলেছেন। কিন্তু ২০ বলে ৬৮ রানের মতো বিধ্বংসী ইনিংস আর কেউ খেলতে পারেননি। এই ইনিংসে অভিষেকের স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ৩৪০।
advertisement
4/6
ক্রিকবাজের তথ্য অনুযায়ী, পুরুষদের টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান ১২টি পূর্ণ সদস্য দেশের ব্যাটাররা মোট ৫,৩৮৩টি ইনিংসে ২০ বা তার বেশি বল খেলেছেন। এর মধ্যে অভিষেকের ৬৮ রানের ইনিংসের স্ট্রাইক রেট (৩৪০.০০) সবার উপরে। এছাড়াও, এই ১২টি দলের ব্যাটারদের করা ১,৭৯৩টি ৫০ বা তার বেশি রানের ইনিংসের মধ্যে অভিষেকের ৬৮ রানই একমাত্র ইনিংস, যেখানে একটি ডট বলও ছিল না।
advertisement
5/6
এই ম্যাচেই অভিষেক আরও একটি কৃতিত্ব অর্জন করেন। তিনি মাত্র ১৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন, যা একজন ভারতীয় ব্যাটারের দ্বিতীয় দ্রুততম টি–টোয়েন্টি আন্তর্জাতিক ফিফটি। এর আগে শুধু যুবরাজ সিং ২০০৭ সালে ১২ বলে ফিফটি করেছিলেন।
advertisement
6/6
বিশ্ব ক্রিকেটে দ্রুততম টি–টোয়েন্টি ফিফটির রেকর্ড অবশ্য নেপালের দীপেন্দ্র সিং আইরির দখলে। তবে অভিষেক শর্মার এই ইনিংস ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে অনেকদিন ধরে জায়গা করে নেবে, তা বলাই যায়।