Cricketer In Government Jobs: ক্রিকেট থেকে কোটি কোটি আয়, আবার সরকারি চাকরি ৮ খ্যাতনামা ক্রিকেটারের, চিনে নিন প্রিয় তারকা খেলোয়াড়দের
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ক্রিকেটার, ভারতীয় দলের হয়ে খেলেন বা একসময় খেলেছেন৷ তাঁদের মধ্যে এমন কয়েকজন রয়েছেন যাঁরা আবার সরকারি পদেও রয়েছেন৷
advertisement
1/10

ক্রিকেটার, ভারতীয় দলের হয়ে খেলেন বা একসময় খেলেছেন৷ তাঁদের মধ্যে এমন কয়েকজন রয়েছেন যাঁরা আবার সরকারি পদেও রয়েছেন৷
advertisement
2/10
মহেন্দ্র সিং ধোনি, বিশ্বের একমাত্র অধিনায়ক যিনি তাঁর নেতৃত্বে তিনটি বড় আইসিসি ট্রফি জিতেছিলেন, ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জয়ের পর টেরিটোরিয়াল আর্মি তাঁকে লেফটেন্যান্ট কর্নেলের সম্মানসূচক পদে ভূষিত করেছিল। এই র্যাঙ্ক অর্জনের পর ধোনিকে মাঝে মাঝে আর্মিতে ট্রেনিং নিতেও দেখা যায়। ধোনির নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন।
advertisement
3/10
সচিন তেন্ডুলকর, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে একশ শতক করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন, ২০১০ সালে ভারতীয় বিমান বাহিনী গ্রুপ ক্যাপ্টেনের সম্মানসূচক পদে ভূষিত হয়েছিলেন।
advertisement
4/10
প্রবীণ অলরাউন্ডার কপিল দেব সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেলের সম্মানসূচক পদে ভূষিত হন। ১৯৮৩ সালে, দেশ কপিলের অধিনায়কত্বে ওডিআই বিশ্বকাপ জিতেছিল। কপিলকে কিংবদন্তি অলরাউন্ডারদের মধ্যে গণ্য করা হয় যারা ১৩১টি টেস্ট এবং ২৫৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।
advertisement
5/10
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়ার প্রাক্তন ফাস্ট বোলার যোগিন্দর শর্মার ওভারটি ভোলার নয়? যিনি পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টিতে ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন। হরিয়ানা সরকার তাঁকে রাজ্য পুলিশে ডিএসপি হিসাবে নিয়োগ করেছিল।
advertisement
6/10
ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংকে ডেপুটি এসপি করা হয়েছে পাঞ্জাব সরকারের পক্ষ থেকে। বর্তমানে হরভজন আম আদমি পার্টি থেকে রাজ্যসভার সাংসদ। হরভজন ভারতের হয়ে ১০৩টি টেস্টে ৪১৭ উইকেট নিয়েছেন এবং ২৩৬টি ওয়ানডেতে ২৬৯ উইকেট নিয়েছেন। ভাজ্জি ২৮ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন।
advertisement
7/10
প্রাক্তন ফাস্ট বোলার উমেশ যাদবের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশসেবা করার৷ তবে সে সব না করে, তিনি হলেন ক্রিকেটার। তবে তাঁর সরকারি চাকরি করার স্বপ্ন পূরণ হয় ২০১৭ সালে। তিনি রিজার্ভ ব্যাঙ্কে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত। উমেশ তাঁর বোলিং-এর জোরে দেশকে অনেক ম্যাচে জয় এনে দিয়েছেন।
advertisement
8/10
অভিজ্ঞ লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল, যিনি টিম ইন্ডিয়াতে ফেরার জন্য লড়াই করছেন, তিনি আয়কর বিভাগের অফিসার। ২০১৮ সালে তিনি হরিয়ানা সরকারে এই পদটি পান।
advertisement
9/10
ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ সম্প্রতি তেলেঙ্গানা পুলিশের ডিএসপির দায়িত্ব নিয়েছেন। ক্রিকেটে সিরাজের চমৎকার পারফরম্যান্স দেখে তেলেঙ্গানা সরকার তাকে এই পদে নিয়োগ দেয়। 2024 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে ডানহাতি ফাস্ট বোলারের গুরুত্বপূর্ণ অবদান ছিল।
advertisement
10/10
ভারতীয় দলের ব্যাটসম্যান কেএল রাহুল ২০১৮ সালে রিজার্ভ ব্যাঙ্কে সহকারী ম্যানেজারের চাকরি পান। ডানহাতি ব্যাটসম্যান রাহুলকে প্রায়ই RBI-এর বিজ্ঞাপন করতে দেখা যায়। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়।