TRENDING:

7 Reasons For KKR Flop Show: ফাঁক কোথায় থাকছে, খুঁজতে গিয়ে চরম হাল, সপ্ত দোষে বিদ্ধ নাইট শিবির, ভুল না শুধরোলে পরিণতি কঠিন

Last Updated:
IPL 2025: আইপিএল ২০২৫ মরশুমে পাঁচ ম্যাচেই হাঁড়ির হাল বেরিয়ে পড়ছে কারণ শুধু তিনটি বড় হার
advertisement
1/10
ফাঁক কোথায় থাকছে, খুঁজতে গিয়ে চরম হাল, সপ্ত দোষে বিদ্ধ নাইট শিবির, ভুল না শুধরোলে পরিণতি
কলকাতা : মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে আইপিএল ২০২৫-র ২১তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে ৪ রানে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। এদিনের হারের ফলে ফের আইপিএল পয়েন্ট টেবলে এক ধাপ নিচে নেমে গেল গতবারের চ্যাম্পিয়নরা৷ পাঁচ ম্যাচের তিনটিতে হারের পর কেকেআরের পয়েন্ট ৪৷ রান রেট ০.০৫৬৷
advertisement
2/10
অধিনায়ক অজিঙ্ক রাহানে হারের পর ফের একবার ইডেনের পিচ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করতে কোনও রাখঢাক করেননি৷ এলএসজি-র বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিলেও দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারেননি৷
advertisement
3/10
অধিনায়ক হিসেবে নিয়মিত ভাল রান করছেন অজিঙ্ক রাহানে, পাঁচ ইনিংসে তাঁর রান আরসিবি-র বিরুদ্ধে ৫৬, আরআরের বিরুদ্ধে ১৮, এমআইয়ের বিরুদ্ধে ১১, সানরাইজার্সের বিরুদ্ধে ৩৮, এবং লখনউয়ের বিরুদ্ধে ৬১ রান করেন৷ তবে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেললেও অধিনায়ক হিসেবে কি তিনি ১০০ তে ১০০ পাচ্ছেন তা নিয়ে হালকা প্রশ্ন তুলছে কেকেআরের ওয়াকিবহাল মহল৷
advertisement
4/10
কারণ দলের থেকে সেরাটা এখনও বার করতে পারছেন না তিনি, না কম্বিনেশন হচ্ছে সঠিক না প্লেয়াররা নিজেদের ধারাবাহিক পারফরম্যান্স তুলে আনতে পারছেন না৷
advertisement
5/10
২৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্স দ্রুত শুরু করে কিন্তু কুইন্টন ডি কক (৯ বলে ১৫) এবং সুনীল নারিন (১৩ বলে ৩০) তাড়াতাড়ি আউট হন। এটা কেকেআর দলের প্রথম একটি বড় অসুবিধা৷ পাঁচ ম্যাচ খেলেও তাঁদের ওপেনিং জুটি এখনও ফর্মের ঝলক দেখাতে পারল না৷ কুইন্টন ডি কক একটি ম্যাচে দারুণ খেললেও বাকি ম্যাচে ফ্লপ শো জারি রেখেছেন৷ আর নারিন একদিনও গত মরশুমের মতো জ্বলওয়া দেখাতে পারেননি৷
advertisement
6/10
এদিনের ম্যাচে অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার দায়িত্ব নেন এবং দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। রাহানে ৩৫ বলে ৬১ রান করে আউট হন এবং ভেঙ্কটেশ আইয়ার ৪৫ রান করে আউট হন। ২৩.৭৫ কোটি টাকায় কেনা ভেঙ্কটেশ আইয়ার এখনও প্রথম তিনটি ম্যাচে ধাক্কা খাওয়া পারফরম্যান্সের পর প্রথম তিনটি ম্যাচে বেশ হতশ্রী৷ কিন্তু এসআরএইচ এবং এলএসজি ম্যাচে তাঁর ব্যাটে ফের রানের ধারা দেখা গেছে৷ শেষ দুটি  ম্যাচে তাঁর স্কোর ৬০ ও ৪৫৷
advertisement
7/10
রমনদীপ সিং এবং অঙ্গকৃশ রঘুবংশী-র ব্যাট হতাশাই উপহার দেয় কেকেআরকে৷ রিঙ্কু সিং লখনউয়ের কাছ থেকে ম্যাচটি প্রায় ছিনিয়ে নিয়েছিলেন কিন্তু একটি ভুল কেকেআর ভক্তদের হতাশ করে।
advertisement
8/10
কেকেআরের ভুল, যার কারণে দল হেরেছেরাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার আউট হওয়ার পর উইকেটে চালিয়ে খেলার ব্যাটার দরকরা ছিল। কেকেআর ব্যাটিং অর্ডারে আংক্রিশ রঘুবংশীকে পাঠায়, রমনদীপ সিংকে এগিয়ে দেয়৷  রিংকু সিং, যিনি রান রেট লড়াইতে এগিয়ে নিয়ে যেতে পারতেন, তাঁকে ১৫.২ ওভারে নামানো হয়। রমনদীপ বা আংক্রিশের পরিবর্তে যদি রিঙ্কু সিং ব্যাট করতে আসতেন, তাহলে মঙ্গলবারের ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।
advertisement
9/10
কোনও বোলারই সেরকমভাবে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট করতে পারছেন না৷ সামনের ম্যাচগুলিতে যদি কেকেআর সুনীল নারিন, হর্ষিত রানাদের থেকে সেই ঝাঁঝালো বোলিং পারফরম্যান্স আসছে না৷
advertisement
10/10
এছাড়াও দুই বড় ক্যারিবিয়ান তারকা, যাঁরা বহু বছর ধরে কেকেআর জার্সিতে খেলছেন তাঁর না বল হাতে না ব্যাট হাতে দলকে নিজেদের পারফরম্যান্স দিতে পারছে না৷ তাঁরা হলেন  আন্দ্রে রাসেল, সুনীল নারিন৷ এবার তাঁরা কবে বেগুনি জার্সিতে ফের ঝলসাবে তার অপেক্ষায় কেকেআর ফ্যানরা৷
বাংলা খবর/ছবি/খেলা/
7 Reasons For KKR Flop Show: ফাঁক কোথায় থাকছে, খুঁজতে গিয়ে চরম হাল, সপ্ত দোষে বিদ্ধ নাইট শিবির, ভুল না শুধরোলে পরিণতি কঠিন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল