IND vs NZ: একসঙ্গে ৫ তারকার কামব্যাক! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ওডিআই দলে মেগা চমক?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs NZ: ভারতীয় ক্রিকেট দলের নতুন বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ১১ জানুয়ারি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
advertisement
1/7

ভারতীয় ক্রিকেট দলের নতুন বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ১১ জানুয়ারি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এই সিরিজ ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে, কারণ একাধিক তারকা ক্রিকেটারের ওয়ানডে দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে।
advertisement
2/7
বিসিসিআই নির্বাচকরা আগামী ৩ জানুয়ারি এই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করবেন। এটি ২০২৬ সালের প্রথম হোম সিরিজ হওয়ায় নির্বাচকদের সিদ্ধান্তের দিকে বিশেষ নজর থাকবে। দক্ষিণ আফ্রিকা সফরের পর দল গঠনে পরিবর্তনের ইঙ্গিত মিলছে, যেখানে অভিজ্ঞতা ও তরুণদের মিশ্রণ দেখা যেতে পারে।
advertisement
3/7
এই সিরিজে সবচেয়ে বড় প্রত্যাবর্তন হতে চলেছে শুভমান গিলের। ঘাড়ের চোটের কারণে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওয়ানডে সিরিজ খেলতে পারেননি। তবে সুস্থ হয়ে ফেরা গিল শুধু দলে ফিরছেন না, বরং ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন। তাঁর নেতৃত্বে নতুন বছরে ভারতের শুরুটা কেমন হয়, সেটাই এখন দেখার।
advertisement
4/7
দ্রুতগতির বোলিং আক্রমণেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন মহম্মদ শামি। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনালের পর আর খেলেননি তিনি। ওয়ানডে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি শামির প্রত্যাবর্তন বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে।
advertisement
5/7
অলরাউন্ড বিভাগেও বদলের ইঙ্গিত মিলছে। অক্ষর প্যাটেল দক্ষিণ আফ্রিকা সিরিজে বাদ পড়লেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে ফেরার সম্ভাবনা প্রবল। ব্যাটিংয়ে পাঁচ নম্বরে নির্ভরযোগ্য অক্ষর, ওয়াশিংটন সুন্দরের জায়গা নিতে পারেন।
advertisement
6/7
পাশাপাশি দীর্ঘ বিরতির পর ঈশান কিশানের ওয়ানডে দলে ফেরারও সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথম পছন্দ উইকেটকিপার হিসেবে কেএল রাহুল থাকলেও ব্যাকআপ হিসেবে ঋষভ পন্থকে বসিয়ে ইশান কিশানকে সুযোগ দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।
advertisement
7/7
এছাড়াও মহম্মদ সিরাজের প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়া সিরিজের পর তাকে দলে দেখা যায়নি। সব মিলিয়ে নিউজিল্যান্ড সিরিজে একাধিক কামব্যাকের মধ্য দিয়ে নতুন রূপে ভারতীয় ওয়ানডে দলকে দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।