IND vs SA: এক সঙ্গে দলের বাইরে ৫ তারকা! ভারতীয় দলে বড় চমক, কেমন হল স্কোয়াড? দেখে নিন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA ODI Series: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে বিসিসিআই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।
advertisement
1/5

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে বিসিসিআই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। আগামী ৩০ নভেম্বর রাঁচিতে সিরিজের সূচনা হবে, আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে। ঘাড়ে চোটের কারণে নিয়মিত ওপেনার ও অধিনায়ক শুভমন গিলকে এই সিরিজে পাওয়া যাবে না। নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ কেএল রাহুলের কাঁধে। তার সহকারী হিসেবে থাকবেন উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ।
advertisement
2/5
ভারতের টেস্ট দলের বেশ কয়েকজন নিয়মিত সদস্যকে এই ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন দুই প্রধান পেসার জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। টানা টেস্ট খেলার চাপ থেকে তাদের দূরে রাখতেই এই সিদ্ধান্ত। তাদের বদলে তরুণ পেসার হর্ষিত রানা, অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে সুযোগ দেওয়া হয়েছে। সাদা বলের ক্রিকেটে নিজেদের প্রমাণ করার জন্য এটি তাদের কাছে বড় একটি সুযোগ।
advertisement
3/5
রোহিত শর্মা ও বিরাট কোহলি ওয়ান ডে দলে ফিরেছন।তবে ব্যাটিং বিভাগেও কিছু চমক রয়েছে। টেস্ট স্কোয়াডে থাকা সাই সুদর্শন ও দেবদত্ত পাডিক্কলকে বিবেচনায় নেওয়া হয়নি ওয়ানডে সিরিজের জন্য। তবে টিম ম্যানেজমেন্ট তাদের বিশ্রাম দিয়ে সিরিজে নতুন বা অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয় খুঁজতে চাইছে বলেই ধারণা।
advertisement
4/5
অলরাউন্ডার অক্ষর প্যাটেলকেও রাখা হয়নি এই সিরিজে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেললেও দ্বিতীয় টেস্টে তিনি প্লেয়িং–১১ থেকে ছিটকে যান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ানডে সিরিজে তিনটি ম্যাচই খেললেও এবার সাদা বলের দলের বাইরে রাখা হয়েছে তাকে। দলের ভারসাম্য বজায় রাখতে জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের মতো অলরাউন্ডারদের ওপর ভরসা রাখা হয়েছে।
advertisement
5/5
এক ঝলকে দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওয়ান ডে স্কোয়াড: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, কেএল রাহুল (অধিনায়ক) (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কওয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, ধ্রুব জুরেল।