IND vs NZ: ভারতীয় দলে উপেক্ষিত ৫ তারকা! যাদের এখনই দলে জায়গা পাওয়া উচিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
5 Star Indian Cricketers Who Deserved To Be In Team India Squad For IND vs NZ ODI Series: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০২৬ সালের প্রথম আন্তর্জাতিক সিরিজের জন্য ভারতের ওয়ানডে দল ঘোষণার পর থেকেই ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।
advertisement
1/6

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০২৬ সালের প্রথম আন্তর্জাতিক সিরিজের জন্য ভারতের ওয়ানডে দল ঘোষণার পর থেকেই ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। শুভমান গিলের নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে একাধিক পরিচিত মুখ থাকলেও সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা কয়েকজন ক্রিকেটারকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ। সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞ ও সমর্থকেরা।
advertisement
2/6
রুতুরাজ গায়কোয়াড় এই তালিকার অন্যতম বড় নাম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের শেষ ওয়ানডে ম্যাচে শতরান করার পরও তাঁকে দলে রাখা হয়নি। ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স, বিশেষ করে ১২৪ ও ৬৬ রানের ইনিংস, তাঁকে নির্বাচনের জোরালো দাবিদার করে তুলেছিল। তবুও নির্বাচকদের আস্থার বাইরে থেকে গেলেন তিনি।
advertisement
3/6
মহম্মদ শামির বাদ পড়াও বিস্ময়কর। অভিজ্ঞ এই পেসারের ঝুলিতে রয়েছে ২০০-র বেশি ওয়ানডে উইকেট। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও, বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফিতে পাঁচ ম্যাচে ১১ উইকেট নিয়ে তিনি নিজের ফিটনেস ও ফর্মের প্রমাণ দিয়েছেন। তবুও তাঁকে সুযোগ দেওয়া হয়নি।
advertisement
4/6
দেবদত্ত পাডিক্কাল এখন ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আলোচিত ব্যাটারদের একজন। কর্ণাটকের হয়ে বিজয় হাজারে ট্রফিতে পাঁচ ম্যাচে চারটি শতরান করে তিনি কার্যত নির্বাচকদের দরজায় কড়া নেড়েছিলেন। এখনও ভারতের হয়ে ওয়ানডে অভিষেক না হলেও, এই পারফরম্যান্সের পর সুযোগ না পাওয়ায় প্রশ্ন উঠছে নির্বাচনী নীতির ধারাবাহিকতা নিয়ে।
advertisement
5/6
অক্ষর প্যাটেল, যিনি ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক, টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজে উপেক্ষিত। সাম্প্রতিক ম্যাচে ১৩০ রান ও ২ উইকেট নেওয়ার মতো অলরাউন্ড পারফরম্যান্সের পরও তাঁর নাম স্কোয়াডে নেই, যা অনেকের কাছেই অবাক করার মতো।
advertisement
6/6
সবশেষে তিলক ভার্মা। দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে শতরান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও নিউজিল্যান্ড সিরিজে তাঁর জায়গা হয়নি।