TRENDING:

IPL 2024: ৫ ভারতীয় তারকার অবসর! শেষবারের মতন নামবেন মাঠে? মন ভাঙতে চলেছে ফ্যানেদের

Last Updated:
5 Indian Cricketers May Announce Retirement After IPL 2024: আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪। তবে এবারের আইপিএস শুরু হওয়ার আগে মন খারাপ ক্রিকেট প্রেমিদের। কারণ এই আইপিএলের পরই অবসর গ্রহণ করতে পারেন একাধিক ভারতীয় তারকা ক্রিকেটার।
advertisement
1/6
৫ ভারতীয় তারকার অবসর! শেষবারের মতন নামবেন মাঠে? মন ভাঙতে চলেছে ফ্যানেদের
আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৪। তবে এবারের আইপিএস শুরু হওয়ার আগে মন খারাপ ক্রিকেট প্রেমিদের। কারণ এই আইপিএলের পরই অবসর গ্রহণ করতে পারেন একাধিক ভারতীয় তারকা ক্রিকেটার।
advertisement
2/6
এমএস ধোনি: বয়স ৪২ পেরিয়েছে। এই বয়সে হাঁটুর অস্ত্রোপচারের পর বেশিদিন ক্রিকেট খেলা সম্ভবও নয়। ২৫০টি আইপিএল ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এমনিতেই অবসরের ইঙ্গিত দিয়ে রেখেছেন সিএসকে অধিনায়ক। চেন্নাইয়ের মাঠে আইপিএল খেলেই বিদায় নিতে চান বলে ইচ্ছে প্রকাশ করেছিলেন। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দলকে ২০০৮ সাল থেকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। ৫ বারের চ্যাম্পিয়ন। এছাড়া প্রতিযোগিতার অন্যতম সেরা ম্যাচ ফিনিশারও ধোনি।
advertisement
3/6
দীনেশ কার্তিক: বয়স ৩৮ পেরিয়েছে। ২০২২ আইপিএল ভাল গেলেও গতমরসুমে আরসিবির হয়েও ভাল পারফর্ম করতে পারেননি। কিন্তু শুধু আইপিএল খেলে ফর্ম ধরে রাখাটা মুশকিল। যে সমস্যায় ভুগছেন ধোনিও। আইপিএলে ২৪২ ম্যাচে ৪৫১৬ রান করেছেন। ইতিমধ্যেই ধারাভাষ্যকার হিসেবেও কাজ শুরু করেছেন ডিকে। তাই এবারই কার্তিকের শেষ আইপিএল হতে পারে।
advertisement
4/6
ঋদ্ধিমান সাহা: ভারতীয় দলের দরজা বন্ধ হয়ে গিয়েছে তারকা উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহার। বাংলা ছেড়ে ঘরোয়া ক্রিকেটে খেলছেন ত্রিপুরার হয়ে। মোট ১৬১টি আইপিএল ম্যাচ খেলেছেন। রান করেছেন ২৭৯৮। বয়স ৩৯ পেরিয়েছে। বর্তমানে গুজরাত টাইটান্সে খেলেন। তাই এবারের আইপএলই শেষ বলে মনে করা হচ্ছে ঋদ্ধিমান সাহার।
advertisement
5/6
পীযূশ চাওলা: এবারই শেষ আইপিএল হতে পারে ভারতীয় অভিজ্ঞ লেগ স্পিনার পীযুষ চাওলার। একাধিক দলের হয়ে খেলে আইপিএলে ১৮১টি ম্যাচে ১৭৯টি উইকেট নিয়েছেন। বয়স ৩৫ বছর। কিন্তু তরুণ ক্রিকেটারদের ভিড়ে সেভাবে আর প্রথম একাদশে জায়গা পান না তিনি। বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্স দলে রয়েছেন।
advertisement
6/6
অমিত মিশ্র: এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অভিজ্ঞ ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্র। ১৬১ ম্যাচে অমিত মিশ্রর ঝুলিতে রয়েছে ১৭৩টি উইকেট। বয়স ইতিমধ্যেই তার ৪১ পেরিয়েছে। বর্তমানে লখনউ সুপার জায়ান্টস দলে থাকলেও নিয়মিত প্রথম একাদশে সুযোগ পান না। ফলে অমিত মিশ্রারও এবার শেষ আইপিএল হতে পারে।
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2024: ৫ ভারতীয় তারকার অবসর! শেষবারের মতন নামবেন মাঠে? মন ভাঙতে চলেছে ফ্যানেদের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল