TRENDING:

BGT 2024-25: কেন হাতছাড়া হল বর্ডার-গাভাসকর ট্রফি? ভারতের হারের ৫ বিস্ফোরক কারণ ফাঁস!

Last Updated:
5 Explosive Reasons Revealed Why Team India Lost Border-Gavaskar Test Series: শেষ ১০ বছরে ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর ট্রফি ছিল ভারতের। এমনকী গত দুবার বর্ডারের ঘরে গিয়েও ট্রফি জিতে এসেছিল গাভাসকরের দেশ। কিন্তু এবার আর তা হল না।
advertisement
1/6
কেন হাতছাড়া হল বর্ডার-গাভাসকর ট্রফি? ভারতের হারের ৫ বিস্ফোরক কারণ ফাঁস!
শেষ ১০ বছরে ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর ট্রফি ছিল ভারতের। এমনকী গত দুবার বর্ডারের ঘরে গিয়েও ট্রফি জিতে এসেছিল গাভাসকরের দেশ। কিন্তু এবার আর তা হল না। এক দশক পর ট্রফি হাতছাড়া হল টিম ইন্ডিয়ার। কিন্তু ঠিক কোন ৫ কারণে এবার সিরিজ হাতছাড়া হল?
advertisement
2/6
ব্যাটিং বিভাগের ব্যর্থতা: গোটা সিরিজ জুড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ব্যাটিং বিভাগ ধারাবাহিকভাবে রান করতে পারেনি। সবথেক বড় কারণ হল দলের দুই সবথেকে সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাট পুরোপুরি চুপ থাকা। যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, নীতিশ রেড্ডিরা রান করলেও তা ধারাবাহিক ছিল না।
advertisement
3/6
বোলি বিভাগের ব্যর্থতা: গোটা সিরিজে একমাত্র জসপ্রীত বুমরাহ ছাড়া কোনও ভারতীয় বোলার ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেননি। যেখানে বুমরাহ ৩০-এর বেশি উইকেট নিয়েছেন, সেখানে শে, দুটি ম্যাচের ৩টি ইনিংস বাদ দিলে মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, আকাশ দীপরা সেভাবে দাগ কাটতে পারেননি।
advertisement
4/6
অতিরিক্ত বুমরাহ নির্ভরতা: জসপ্রীত বুমরাহ যেভাবে বোলিং করেছেন এই সিরিজে তাতে ভারতীয় দলের পেস অ্যাটাককে কার্যত একার কাঁধে টেনেছেন। তিনি যদি আরেকটি বেশি সাপোর্ট পেতেন অন্যদের থেকে তাহলেই খেলার ফল অন্যরকম হলেও হতে পারত।
advertisement
5/6
মহম্মদ শামির না থাকা: সিরিজে বারবার আশা জাগিয়ে চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ভরতীয় দলে ফিরতে পারেননি তারকা পেসার মহম্মদ শামি। শামি যদি দলে থাকত তাহলে বুমরাহের উপর চাপ কম পড়ত। বুমরাহ-শামি জুটিকে সামলানো খুব একটা সহজ হত না অজিদের পক্ষে।
advertisement
6/6
রোহিত শর্মার অধিনায়কত্ব: এই সিরিজে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ইনফর্ম কেএল রাহুলকে নীচে নামিয়ে নিজে ওপেনিংয়ে যাওয়া, ওয়াশিংটন সুন্দরকে খেলালেও যথেষ্ট বোলিং না দেওয়া, ফিল্ড প্লেসমেন্ট, বোলিং চেঞ্জ সহ একাধিক রোহিতের সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন।
বাংলা খবর/ছবি/খেলা/
BGT 2024-25: কেন হাতছাড়া হল বর্ডার-গাভাসকর ট্রফি? ভারতের হারের ৫ বিস্ফোরক কারণ ফাঁস!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল