IND vs NZ: ১০ প্লেয়ার বদল! ৩ জনের অবসর, ভারতের টি-২০ স্কোয়াডে কারা রয়েছে? দেখে নিন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs NZ T20 Series: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে লজ্জাজনক হারের পর ভারতীয় ক্রিকেট দল এবার টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামছে।
advertisement
1/5

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে লজ্জাজনক হারের পর ভারতীয় ক্রিকেট দল এবার টি-টোয়েন্টি ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামছে। প্রথমবার নিজেদের দেশে কিউইদের কাছে ওয়ানডে সিরিজ হারার হতাশা এখনও ক্রিকেটপ্রেমীদের মনে তাজা। সেই ব্যর্থতার জবাব দিতে বুধবার থেকে শুরু হওয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে ভারত। দল ও অধিনায়কত্ব—দুই ক্ষেত্রেই বড় পরিবর্তনের মাধ্যমে নতুন শুরু করতে চাইছে টিম ইন্ডিয়া।
advertisement
2/5
টি-টোয়েন্টি দলে সবচেয়ে বড় পরিবর্তন অধিনায়কত্বে। শুভমন গিলের বদলে এই ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। ওয়ানডে দলে খেলা ১০ জন ক্রিকেটার টি-টোয়েন্টি দলে নেই, যা স্পষ্ট করে দিচ্ছে ফরম্যাটভিত্তিক আলাদা পরিকল্পনার কথা। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা দলে নেই। এছাড়াও শুভমন গিল, কেএল রাহুল, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, নীতীশ কুমার রেড্ডি ও যশস্বী জয়সওয়ালকে এই সিরিজে দেখা যাবে না।
advertisement
3/5
তবে দলে রয়েছে একাধিক ম্যাচ উইনার। ওপেনিংয়ে থাকছেন বিস্ফোরক ব্যাটার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। অলরাউন্ড বিভাগে হার্দিক পাণ্ডিয়া দলের বড় ভরসা। তাঁর সঙ্গে রয়েছেন শিবম দুবে ও অক্ষর প্যাটেল। মিডল অর্ডারে রিঙ্কু সিং দলের শক্তি বাড়াবেন। বোলিং বিভাগে অভিজ্ঞ জসপ্রীত বুমরাহর প্রত্যাবর্তন দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। এছাড়া ইশান কিষান, রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তীর মতো খেলোয়াড়রাও টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন।
advertisement
4/5
চোটের কারণে তিলক বর্মা ছিটকে যাওয়ায় শ্রেয়স আইয়ারকে ওয়ানডের পর টি-টোয়েন্টি দলেও অন্তর্ভুক্ত করা হয়েছে। দুই ফরম্যাটেই যাঁদের রাখা হয়েছে, তাঁরা হলেন হর্ষিত রানা, অর্শদীপ সিং ও কুলদীপ যাদব। নতুন মুখ ও অভিজ্ঞতার মিশেলে গড়া এই টি-টোয়েন্টি দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগের ব্যর্থতা ভুলে জয়ের পথে ফিরতে কতটা সফল হয়, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।
advertisement
5/5
এক ঝলকে দেখে নিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-২০ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (প্রথম তিনটি টি২০ ম্যাচের জন্য), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জশপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ইশান কিশান (উইকেটকিপার), রবি বিষ্ণোই।