TRENDING:

Reason Behind KKR Failure: কেন ব্যর্থ কেকেআর, কোথায় ছিল খামতি, নাইটদের প্লে অফে না যাওয়ার ১০ কারণ

Last Updated:
Reason Behind KKR Failure: লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে প্লে অফ দৌড় থেকে ছিটকে গিয়েছে কেকেআর। আরও এক মরসুম হতাশাই সাঙ্গ হয়েছে ফ্যানেদের। কিন্তু কেন এই মরসুমে ব্যর্থ হল কেকেআর, কোথা কোথায় ছিল খামতি, জেনে নিন ১০ কারণ।
advertisement
1/10
KKR: কেন ব্যর্থ কেকেআর, কোথায় ছিল খামতি, নাইটদের প্লে অফে না যাওয়ার ১০ কারণ
১. দলের প্রধান অধিনায়ক নীতিশ রানার চোটের কারণে পুরো মরসুম না খেলাটা কেকেআরের ব্যর্থতার অন্যতম কারণ। অভিজ্ঞ অধিনায়কের পাশাপাশি একজন ম্যাচ উইনার ব্যাটারের অভাব থেকে যায় দলের মধ্যে।
advertisement
2/10
২. নীতিশ রানা ব্যাট হাতে কিছু ভালো ইনিংস খেললেও তাঁর অধিায়কত্বে পরিপক্কতার অভাব স্পষ্ট দেখা গিয়েছে। বোলিং চেঞ্জ, দল নির্বাচন, শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়া সহ আরও একাধিক কারণ রয়েছে।
advertisement
3/10
৩. পুরো মরসুম জুড়ে ওপেনিং জুটি ঠিক করতে না পারা। কোনও দলের সাফল্য অনেকাংশে নির্ভর করে তাদের ওপেনিং জুটির সাফল্যের উপর। গোটা মরসুমে মোট ৮টি নতুন ওপেনিং জুটি খেলিয়েছে কেকেআর। ফলে কেউই সেট হতে পারেনি।
advertisement
4/10
৪. কেকেআরের পেস বিভাগে অভিজ্ঞ বোলারদের ব্যর্থতা। কেকেআরে উমেশ যাদব, টিম সাউদি, লকি ফার্গুসনের মত অভিজ্ঞ পেসার ছিল। কিন্তু কেউই এই মরসুমে সফল হতে পারেননি। যার ফলে জুনিয়র পেসারদের উপর বেশি চাপ পড়ে যায়।
advertisement
5/10
৫. সুনীল নারিনের ব্যর্থতা কেকেআরের ব্যর্থতার অন্যতম কারণ। বছররের বছর ধরে কেকেআরের স্পিন অ্যাটাকে সেরা অস্ত্র ছিলেন সুনীল নারিন। কিন্তু এই মরসুমে পুরো ব্যর্থ তিনি। বরুণ চক্রবর্ী মোটমুটি পারফর্ম করেন, শুরুর দিকে ভালো বোলিং করেন সূয়াশ শর্মাও। কিন্্তু নারিন শেষ দুই ম্যাচে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও পুরো মরসুমে ব্যর্থ।
advertisement
6/10
৬. আন্দ্রে রাসেলের ব্যর্থতাও কেকেআরের প্লে অফে না ওঠার অন্যতম কারণ। পুরো মরসুমে ২-১টি ম্যাচে সামান্য রান করলেও পুরোপুরি ব্যর্থ রাসেল। এননকী রাসেল ও নারিনকে দল থেকে বাদ দেওয়ার দাবিও জানান ফ্যানেরা।
advertisement
7/10
৭. ব্যাটিং থেকে বোলিং সব বিভাগেই ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে কেকেআরের গোটা মরসুম জুড়ে। কোনও ম্যাচে ব্যাটিং ক্লিক করেছে তো কোনও ম্যাচে বোলিং। যেই কারণে প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে কেকেআর।
advertisement
8/10
৮. আইপিএলে যেই দলগুলি সাফল্যের মুখ দেখে তারা তাদের হোম ম্যাচেই সুবিধা নিয়ে থাকে। ৭টি হোম ম্যাচের মধ্যে বেশির ভাগই তারা জেতে। কিন্তু এবার কেকেআর ইডেন গার্ডেন্সে পুরোপুরি ব্যর্থ। ৭টির মধ্যে মাত্র ২টি ম্যাচে জিতেছে নাইটরা।
advertisement
9/10
৯. নতুন কোচ হিসেবে এ মরসুমে চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে এসেছিল কেকেআর। ঘরোয়া ক্রিকেটে তাঁর সাফল্য দেখেই এই সিদ্ধান্ত নিয়েছিল নাইট টিম ম্যানেজমেন্ট। কিন্তু মরসুম জুড়ে প্রশ্নের মুখে পড়েছে চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংও।
advertisement
10/10
১০. আর শেষ কারণ হিসেবে বলা যেতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্টের কারণেই কেকেআরের এই দশা। কারণ নিলামের টেবিলে খুব একটা সক্রিয় দেখা যায়নি তাদের। ভালো দল গড়তে ব্যর্থ হয়। সেই কারণেই লড়াইয়ে কেকেআর পেরে ওঠেনি বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ছবি/খেলা/
Reason Behind KKR Failure: কেন ব্যর্থ কেকেআর, কোথায় ছিল খামতি, নাইটদের প্লে অফে না যাওয়ার ১০ কারণ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল