Weather Update: শুষ্ক তাপমাত্রা বজায় থাকবে রাজ্যে! তবে শীত নিয়ে বড় আপডেট, দু-তিন দিনেই পরিবর্তন
- Reported by:Priti Saha
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Weather Update: রাজ্যে শীতের দাপট বাড়ছে ধীরে ধীরে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুষ্ক আবহাওয়ার প্রভাবেই রাতের দিকে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে।
advertisement
1/5

রাজ্যে শীতের দাপট বাড়ছে ধীরে ধীরে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুষ্ক আবহাওয়ার প্রভাবেই রাতের দিকে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের প্রায় সব জেলাতেই রাতে শুষ্ক পরিবেশ বজায় থাকবে এবং বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা নেমে যাচ্ছে স্বাভাবিকের তুলনায় অনেকটাই নীচে।
advertisement
2/5
দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বীরভূমে— ১১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও শীতের আমেজ স্পষ্ট। কলকাতার বর্তমান সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি, যেখানে এই সময় সাধারণত ১৮ ডিগ্রির আশেপাশে থাকার কথা। অর্থাৎ, শহরেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম।
advertisement
3/5
পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির কাছাকাছি, আর পুরুলিয়ায় তা রয়েছে ১৩ ডিগ্রির আশেপাশে। অর্থাৎ কলকাতার তুলনায় পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে পরে আগামী দু’তিন-দিনের মধ্যে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
advertisement
4/5
উত্তরবঙ্গেও শীত দোরগোড়ায় এসে পড়েছে। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে গেছে ৬ ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুম অনুযায়ী পুরোপুরি স্বাভাবিক। কালিম্পংয়ে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি, আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে রাতের তাপমাত্রা রয়েছে ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে।
advertisement
5/5
মোটের উপর রাজ্যের অধিকাংশ এলাকাতেই শীত ধীরে ধীরে জাঁকিয়ে বসছে। আগামী কয়েক দিন তাপমাত্রার বড় ওঠানামা না হলেও, শীতের আমেজ আরও কিছুটা বেড়েই চলবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: শুষ্ক তাপমাত্রা বজায় থাকবে রাজ্যে! তবে শীত নিয়ে বড় আপডেট, দু-তিন দিনেই পরিবর্তন