Howrah News: মাত্র ১০ টাকায় মিলছে শিল্পীদের হাতে তৈরি জিনিস, কোথায় পাবেন? জেনে নিন
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: শিল্পীদের কদর বাড়াতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে শিল্পীদের সৃষ্টিশীল ভাবনায় তৈরি জিনিস, এখানে মাত্র ১০ টাকা থেকেই হাতে তৈরি জিনিস পাওয়া যাচ্ছে।
advertisement
1/8

এই বাজারে মাত্র ১০ টাকায় মিলছে শিল্পীদের হাতে তৈরি জিনিস! রয়েছেন নামিদামি বহু জিনিস। অঙ্কন ও ভাস্কর্যে নবজাগরণ ঘটাতে ক্রিয়েটিভ আর্ট অ্যাকাডেমির অভিনব উদ্যোগ। গ্রামীণ হাওড়ায় অনুষ্ঠিত হচ্ছে বিশাল চিত্র ও হস্তশিল্পের প্রদর্শন।
advertisement
2/8
কাঁচ মাটি কাঠ কাগজ আরও নানা দিয়ে তৈরি জিনিসের সম্ভার। বাতিল জিনিস ব্যবহার করে হাতের কাজের বহু জিনিস। প্রচুর হাতে আঁকা ছবি থেকে হাতের কাজ রয়েছে এখানে।
advertisement
3/8
শিল্পীদের সৃজনশীল ভাবনায় শিল্প সামগ্রী সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে খোলা মাঠে প্রদর্শন। ক্রিয়েটিভ আর্ট অ্যাকাডেমির উদ্যোগে ' সৃষ্টির নেশায় দৃষ্টি নন্দন শোভা' ইতিমধ্যেই প্রশংসা পেয়েছি রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরী দফতর মন্ত্রী পুলক রায় এর।
advertisement
4/8
বড় মাপের চিত্র ও ভাষ্কর্য প্রদর্শন বলতে অধিকাংশ ক্ষেত্রেই নামি শহরের প্রদর্শনশালা গুলিকেই বেছে নেওয়া হয়। যেখানে সৃজনশীল চিন্তাভাবনা ও শিল্পানুরাগী মানুষের উপস্থিতি বেশি থাকে। তবে সেই দিক থেকে ব্যতিক্রমী চিন্তা ভাবনা ক্রিয়েটিভ আর্ট অ্যাকাডেমির সদস্যদের। সবথেকে বেশি আকর্ষণের হল এখানে শিল্পীদের তৈরি জিনিসের দাম অত্যন্ত কম।
advertisement
5/8
বর্তমান সময়ে সর্বস্তরের মানুষের কাছে শিল্পীদের কদর ও গুরুত্ব বাড়াতে সকলকে শিল্পের প্রতি ভালোবাসা যোগান প্রয়োজন। তাই গ্রামের খোলা মাঠে বৃহৎ আকার চিত্র ও ভাষ্কর্য প্রদর্শনী। প্রদর্শনের পাশাপাশি খুব স্বল্প মূল্যে সাধারণ মানুষ এই সমস্ত সামগ্রী ক্রয় করতে পারবেন। সর্বস্তরের মানুষের কথা ভেবে। সর্বনিম্ন ১০ টাকা মূল্যেরও হাতে তৈরি জিনিস এখানে রাখা হয়েছে।
advertisement
6/8
নানা ভাবে সাধারণ মানুষকে প্রদর্শনী ক্ষেত্রে নিয়ে আসা মূল লক্ষ্য উদ্যোক্তাদের। নতুন প্রজন্মের শিল্পীদের সমৃদ্ধ করতে বিখ্যাত শিল্পীদের লাইভ ছবি আঁকা। মানুষকে নানা ভাবে বিনোদন দিতে নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। ভোজন প্রিয় বাঙালি, সেইদিক গুরুত্ব রেখে একদম ঘরোয়া উপায়ে তৈরি পিঠে পকোড়ার মত বিভিন্ন স্টল রাখা হয়েছে। এছাড়াও বর্তমান সময় উপযোগী রঙ তুলিতে সাজানো পাঞ্জাবি, কুর্তি নানা পোশাক ছাতা সহ বিভিন্ন ঘর সাজানো জিনিসের সম্ভার।
advertisement
7/8
২৮,২৯ এবং ৩০ ডিসেম্বর তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের পাশপাশি প্রদর্শন। প্রথম দিনের উদ্বোধন থেকেই দারুন সাড়া ফেলেছে জেলায়। ক্রিয়েটিভ আর্ট অ্যাকাডেমির উদ্যোগে ' সৃষ্টির নেশায় দৃষ্টি নন্দন শোভা' র আয়োজন। প্রথম পর্বের পর এবছর দ্বিতীয় পর্ব আরও জাঁকজমক। নবীন ও প্রবীণ শিল্পী, দেশ-বিদেশের বিখ্যাত শিল্পীদের উপস্থিতে উলুবেড়িয়া নেতাজি সংঘের মাঠ সৃজনশীল শিল্পক্ষেত্রে পরিণত হয়েছে। হাওড়া কলকাতা মেদিনীপুর ছাড়াও সুদূর বোম্বে, উড়িষ্যা বিভিন্ন রাজ্য থেকে শিল্পীরা এসেছেন। তেমনি প্রতিবেশী দেশ নেপাল থেকে একাধিক শিল্পী এসে এখানে যোগ দিয়েছেন।
advertisement
8/8
এই বৃহৎ যজ্ঞের প্রধান হলেন শিল্পী নীলকান্ত মন্ডল তাঁর সহযোগিতায় শিল্পী দেবাশীষ মাইতি, শিল্পী শ্যামল কুমার নাথ ও শিল্পী নীলকান্ত মন্ডলের ছাত্র ছাত্রী এবং বহু শিল্পী।শৈল্পিক চিন্তাভাবনায় বিশাল এই কর্মযজ্ঞ যেমন বিশিষ্ট জন দ্বারা প্রশংসিত। তেমনি আগামী দিনে ক্রিয়েটিভ আর্ট অ্যাকাডেমির এই কর্মযজ্ঞ এগিয়ে নিয়ে যেতে আগামীদিনে সহযোগিতার আশ্বাস দিয়েছে মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: মাত্র ১০ টাকায় মিলছে শিল্পীদের হাতে তৈরি জিনিস, কোথায় পাবেন? জেনে নিন