TRENDING:

Tridhara Milan Mandir: পশ্চিমবঙ্গেই রয়েছে দ্বিতীয় বৃন্দাবন, হাতের কাছে থাকলেও অনেকে জানেন না! সময় পেলেই ঘুরে আসুন টুক করে

Last Updated:
পশ্চিমবঙ্গের এই মন্দিরকে বলা হয় দ্বিতীয় বৃন্দাবন 
advertisement
1/6
পশ্চিমবঙ্গেই রয়েছে দ্বিতীয় বৃন্দাবন, হাতের কাছে থাকলেও অনেকে জানেন না! সময় পেলেই ঘুরে আসুন
বাঁকুড়া জেলার টেরাকোটা গ্রাম পাঁচমুড়াতে রয়েছে ত্রিধারা মিলন মন্দির। এই মন্দিরকে বলা হয় দ্বিতীয় বৃন্দাবন এবং 'পশ্চিমবঙ্গের বৃন্দাবন' নামেও এই মন্দির বহুল পরিচিতি লাভ করেছে।
advertisement
2/6
কিন্তু কেন নাম ত্রিধারা? এর নেপথ্যে রয়েছে এক চমকপ্রদ কারণ। তবে তার আগে জেনে নিন কোথায় এই মন্দির। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত তালডাংড়া বিধানসভার পাঁচমুড়া গ্রাম। এই গ্রাম বিখ্যাত তার টেরাকোটা শিল্পের জন্য। পাঁচমুড়া বাজার পেড়িয়ে এক কিলোমিটার দূরত্বে রাস্তার ডানদিকে চোখে পড়বে সুবিশাল মন্দির। প্রতিদিন দুপুর ২ টো থেকে বিকেল ৪ টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। মোটরসাইকেল পার্কিং-এর জন্য ১০ টাকা লাগে। এছাড়াও ভোগ খেতে গেলে ৫০ টাকা দক্ষিণা দিতে হবে।
advertisement
3/6
মন্দিরটিতে শিবভক্ত অর্থাৎ শৈব, কালীভক্ত অর্থাৎ শাক্ত এবং রাধাকৃষ্ণ ভক্ত অর্থাৎ বৈষ্ণব। হিন্দুধর্মের এই তিন ভিন্ন ধারার সমন্বয় ঘটেছে বলে মন্দিরটির নাম দেওয়া হয়েছে ত্রিধারা মিলন মন্দির। ২০২২ সালে পয়লা জুলাই অর্থাৎ বাংলা ১৬ আষাঢ় রথযাত্রার দিনে এই ত্রিধারা মিলন মন্দিরটি উদ্বোধন করা হয়।
advertisement
4/6
এই ত্রিধারা মিলন মন্দিরের প্রবেশ তোরণে রয়েছে মাতা যশোদা ও শিশু কৃষ্ণের লীলা প্রভৃতি নানা পৌরাণিক দৃশ্য। রয়েছে মহাদেবের এক বিরাট মূর্তি।
advertisement
5/6
এই প্রবেশ তোরণ পেরোলেই পাবেন রাধাকৃষ্ণের মন্দির।ত্রিধারা মিলন মন্দিরের ভিতর অবস্থিত রাধাকৃষ্ণের মন্দিরের বাইরে সেগুন কাঠ নির্মীত খুব সুন্দর কারুকার্য খচিত সিলিংয়ে রয়েছে বিশালাকার ঝাউবাতি।
advertisement
6/6
পর্যটক প্রণতি পাল বলেন, "অসাধারণ এক অনুভূতি! মনে হচ্ছে বৃন্দাবনের ক্ষুদ্র সংস্করণ দেখছি।"
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tridhara Milan Mandir: পশ্চিমবঙ্গেই রয়েছে দ্বিতীয় বৃন্দাবন, হাতের কাছে থাকলেও অনেকে জানেন না! সময় পেলেই ঘুরে আসুন টুক করে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল