Train Cancelled: ‘মরার ওপর খাঁড়ার ঘা’- প্রবল বৃষ্টিতে জেরবার জীবন, তারওপর এক গুচ্ছ ট্রেন বাতিল, কোথায় কোন রুটে সব হল বানচাল
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Train Cancelled: ক্রমাগত বর্ষণে জনজীবন যখন বিপর্যস্ত, তার মধ্যেই রেল যাত্রীদের জন্য নতুন করে দুঃসংবাদ। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে যাত্রী পরিষেবা আবারও বিঘ্নিত হতে চলেছে।
advertisement
1/6

ক্রমাগত বর্ষণে জনজীবন যখন বিপর্যস্ত, তার মধ্যেই রেল যাত্রীদের জন্য নতুন করে দুঃসংবাদ। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে যাত্রী পরিষেবা আবারও বিঘ্নিত হতে চলেছে। আগামী রবিবার ২৪ আগস্ট রেল বিভাগীয় কাজের কারণে রোলিং ব্লক রাখা হয়েছে আদ্রা ডিভিশনের একাধিক রেলপথে। যার ফলে বাতিল করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন পরিষেবা। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
2/6
রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছে, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য কিছু ট্রেন সম্পূর্ণভাবে বাতিল এবং কিছু আংশিকভাবে সংক্ষিপ্তকরণ করা হয়েছে। এর ফলে প্রবল বৃষ্টির জেরে ইতিমধ্যেই দুর্ভোগে থাকা যাত্রীরা আরও বেশি সমস্যার সম্মুখীন হতে চলেছেন।ডিআর এম আদ্রা মুকেশ গুপ্তা জানিয়েছেন, প্রযুক্তিগত কাজের জন্য এই ট্রেন বাতিলের পদক্ষেপ। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
3/6
আগামী রবিবার ২৪ আগষ্ট বাতিল থাকবে ৬৮০৪৫/৬৮০৪৬ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার ও ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
4/6
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের। রবিবার ২৪ আগষ্ট ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো স্টিলসিটি রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। বোকারো-ধানবাদ-বোকারো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
5/6
২৪ আগষ্ট ১৮১৮৪ বক্সার-টাটানগর এক্সপ্রেস বক্সার থেকে ৯০ মিনিট বিলম্বে ছাড়বে।(ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
6/6
প্রবল বর্ষণের মধ্যে এমন ট্রেন বাতিল ও পরিবর্তন জনসাধারণের দুর্ভোগ আরও বাড়াতে চলেছে। বিশেষ করে দৈনন্দিন যাতায়াতে নির্ভরশীল যাত্রীদের জন্য এটি একপ্রকার গোদের উপর বিষফোঁড়া বলেই অনেকে মনে করছেন। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Train Cancelled: ‘মরার ওপর খাঁড়ার ঘা’- প্রবল বৃষ্টিতে জেরবার জীবন, তারওপর এক গুচ্ছ ট্রেন বাতিল, কোথায় কোন রুটে সব হল বানচাল