Bardhaman Accident: 'আচমকাই টোটো...তার জন্যই', বর্ধমান-কাটোয়া রোডে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে আহত ১২
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Bardhaman Accident: যাত্রীবোঝাই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১২, আহতদের ভর্তি করা হয়েছে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বর্ধমান-কাটোয়া রোডের ভাতার বাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ।
advertisement
1/5

*যাত্রীবোঝাই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১২, আহতদের ভর্তি করা হয়েছে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বর্ধমান-কাটোয়া রোডের ভাতার বাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ।
advertisement
2/5
*স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাতার বাজার এলাকায় টোটোকে পাস দিতে গিয়ে কাটোয়া অভিমুখি যাত্রীবাহী বাসের সঙ্গে বর্ধমান অভিমুখে যাওয়া যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতরভাবে আহত হন ১২ যাত্রী। স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
3/5
*আহত সকলের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে বর্ধমান-কাটোয়া রোড। পরে দুর্ঘটনাগ্রস্থ বাস দুটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
advertisement
4/5
*বর্ধমান-কাটোয়াগামী বাসের চালক বলেন, বর্ধমান থেকে কাটোয়া যাচ্ছিলাম উল্টোদিক থেকে আসা বর্ধমানগামী বাসটির সামনে একটি টোটো ছিল। টোটো থেকে বাঁচাতে গিয়ে বাসটি এসে ধাক্কা মারে। টোটোর জন্যই দুর্ঘটনা ঘটে যায়।
advertisement
5/5
*বাসযাত্রী খাদিজা খাতুন বলেন, আমার ভাই ৪-৫ দিন বর্ধমান মেডিক্যালে ভর্তি। আজকে চেকাপের ডেট ছিল বর্ধমান গিয়েছিলাম। বাড়ি ফেরার পথে ভাতার বাজারের কাছে হঠাৎই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ফোনে কথা বলছিলাম কিছু বুঝে ওঠার আগেই কী হয়ে গেল! বেশ কয়েকজন আহত হয়েছে, আমিও আহত হয়েছি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bardhaman Accident: 'আচমকাই টোটো...তার জন্যই', বর্ধমান-কাটোয়া রোডে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে আহত ১২