Thunderstorm Alert: সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, অসমের মাথাতেও সাইক্লোনিক সার্কুলেশন, জেলার পর জেলায় ঝোড়ো হাওয়া- মেগা ঝড়-বৃষ্টি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Thunderstorm Alert: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য অসমেও তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশন, এরই জেরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস৷
advertisement
1/8

উত্তর ভারত থেকে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। ফলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে সমতলে। আর তারই প্রভাবে পশ্চিমবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
advertisement
2/8
পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। হতে পারে বজ্রপাত। বাকি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা। সব জেলাতেই জারি হলুদ সতর্কতা।
advertisement
3/8
দার্জিলিং:আজ দার্জিলিংয়ে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২০°C, সর্বনিম্ন ১২°C। পাহাড়ি এলাকাগুলিতে ভূমিধসের আশঙ্কা রয়েছে বজ্রপাত এবং বৃষ্টির কারণে।
advertisement
4/8
জলপাইগুড়ি:জলপাইগুড়িতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ৭-১১ সেমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা থাকবে ২৪°C থেকে ৩০°C এর মধ্যে। বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
advertisement
5/8
কালিম্পং:কালিম্পংয়ে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে প্রায় ১৯°C থেকে ২৫°C। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। বজ্রপাতও হতে পারে।
advertisement
6/8
আলিপুরদুয়ার:আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়া বইতে পারে। তাপমাত্রা থাকবে ২৫°C থেকে ৩১°C। দিনে বেশ কিছুটা সময় ভারী বর্ষণে ভিজে থাকতে পারে জেলা।
advertisement
7/8
কোচবিহার:কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ। তাপমাত্রা থাকবে ২৬°C থেকে ৩২°C। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির আশঙ্কা তুলনামূলকভাবে কম।
advertisement
8/8
ডুয়ার্স:ডুয়ার্স অঞ্চলে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার অংশে। বজ্রপাত ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। তাপমাত্রা থাকবে ২৪°C থেকে ৩০°C। নিম্নাঞ্চলে জলজট বা নদী ফুলে ওঠার আশঙ্কা রয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Thunderstorm Alert: সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, অসমের মাথাতেও সাইক্লোনিক সার্কুলেশন, জেলার পর জেলায় ঝোড়ো হাওয়া- মেগা ঝড়-বৃষ্টি