Bankura News: সুপার বাইক থেকে সুপার কার! এবার মুকুটমণিপুরে নতুন যানবাহন, ঘুরতে যাওয়ার আনন্দ হবে দ্বিগুণ
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
মুকুটমণিপুর গেলে দেখতে পাবেন এবার একটা নতুন ধরনের যানবাহন।
advertisement
1/6

মুকুটমণিপুর গেলে দেখতে পাবেন এবার একটা নতুন ধরনের যানবাহন। দেখতে পাবেন দাঁড়িয়ে রয়েছে সুপার বাইক, সুপার-কার।
advertisement
2/6
মুকুটমণিপুর মানেই যে শুধু নৌকো বিহার এমনটাই নয়। বাচ্চাদের জন্য রয়েছে একটি বিশেষ যানবাহন।
advertisement
3/6
বাচ্চাদের গাড়ির প্রতি বিশেষ টান থাকে। তারাও চায় বড়দের মত মোটরসাইকেল কিংবা চার চাকা চালিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে। কিন্তু এবার সেই স্বপ্ন সত্যি হল বাঁকুড়া জেলায়। প্রকৃতির কোলে বাচ্চাদের মন কেড়ে নিচ্ছে ছোট মোটরসাইকেল এবং চারচাকা গাড়ি।
advertisement
4/6
বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার মুকুটমণিপুরে নতুন আকর্ষণ রিমোট চালিত মোটরসাইকেল এবং গাড়ি। দেখে মনে হবে সারি সারি সুপার বাইক দাড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে আছে মোটা চাকার ফোর বাই ফোর। স্টাইলিশ গাড়ি দেখে চোখ কপালে উঠছে বাচ্চাদের। বায়না করছে গাড়িতে চাপার।
advertisement
5/6
বাবা মায়েরা বাধ্য হয়ে চাপাচ্ছেন আবার। মুকুটমণিপুরের আলপনা রাস্তাটি এখন ফাঁকাই থাকে সারা বছর। এই রাস্তাটিকে ব্যবহার করি শুরু হয়েছে নতুন আয়োজন। ১০০ টাকার বিনিময়ে পাওয়া যাবে গাড়িতে চাপার সুযোগ।
advertisement
6/6
মূলত বড় শহরের শপিংমলগুলোতেই দেখা যেত এই ছোট গাড়ি এবং মোটরসাইকেল। বাঁকুড়ার বাচ্চাদের সুযোগ ছিল না রিমোট চালিত গাড়িতে চাপার। অভিভাবকদের মধ্যে প্রত্যেকেই প্রায় বলছেন বাঁকুড়া জেলাতে এই প্রথম মুকুটমণিপুরে প্রকৃতির কোলে খুদেদের জন্য মহানন্দে গাড়ি চালাবার ব্যবস্থা হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: সুপার বাইক থেকে সুপার কার! এবার মুকুটমণিপুরে নতুন যানবাহন, ঘুরতে যাওয়ার আনন্দ হবে দ্বিগুণ