Bankura News: গরম পড়তেই মুখে চওড়া হাসি! যত বাড়ছে রোদের তেজ, ততই তরতরিয়ে বাড়ছে এই ব্যবসা
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
দাম শুরু হচ্ছে মাত্র ১০০ টাকা থেকে। পেয়ে যাবেন নামিদামি ব্র্যান্ডের ফার্স্ট কপি
advertisement
1/6

তরতরিয়ে বাড়ছে গরম। ইতিমধ্যেই তাপমাত্রা পৌঁছে গেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সুযোগে নতুন ব্যবসা।
advertisement
2/6
সূর্যের প্রচন্ড তাপ এবং জ্যোতি। সূর্যের আলো থেকে চোখকে রক্ষা করতে সকলকে বেছে নিতে হচ্ছে একটি সুন্দর দেখতে সানগ্লাস।
advertisement
3/6
বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় যেমন মাচানতলায় বসেছে একাধিক অস্থায়ী সানগ্লাসের দোকান। দাম শুরু হচ্ছে মাত্র ১০০ টাকা থেকে। পেয়ে যাবেন রকমারি সানগ্লাস।
advertisement
4/6
ভাল ভাল রকমারি ব্র্যান্ডের ফার্স্ট কপি সানগ্লাস পেয়ে যাবেন এই দোকানগুলিতে। পকেটেও হালকা কিন্তু স্টাইলে দ্বিগুণ।
advertisement
5/6
লাল, নীল, হলুদ, সবুজ কত রং। এক চশমা বিক্রেতা জানান যে এই চশমাগুলি মূলত বড়বাজার এবং শিয়ালদা মার্কেট থেকে নিয়ে আসা হয়। দুর্দান্ত বিক্রি হচ্ছে।
advertisement
6/6
তাই আর দেরি না করে কিনে ফেলুন এই চশমাগুলি। এই গ্রীষ্মে আপনার চোখকে বাঁচাতে কাজে আসবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: গরম পড়তেই মুখে চওড়া হাসি! যত বাড়ছে রোদের তেজ, ততই তরতরিয়ে বাড়ছে এই ব্যবসা