TRENDING:

Russel Viper Snake: যমদূতের মতো ঘুরছে হাসপাতালে, সাফাইকর্মীরা না দেখলে একটা প্রাণ চলে যেত আজ! কালনায় 'এশিয়ার আতঙ্ক'

Last Updated:
Russel Viper Snake- এই ঘটনার পর হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয় যে কীভাবে এমন বিষধর সাপ হাসপাতালের ভেতরে ঢুকল।
advertisement
1/5
যমদূতের মতো ঘুরছে হাসপাতালে, সাফাইকর্মীরা না দেখলে একটা প্রাণ চলে যেত!
কালনা মহকুমা হাসপাতাল চত্বরে বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকালবেলা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন হাসপাতালের সাফাই কর্মীরা। সেই সময় হঠাৎই দুই নম্বর গেট সংলগ্ন একটি অফিসের পাশে সাপটিকে দেখতে পান তাঁরা। কাছ থেকে দেখে বোঝা যায়, সেটি একটি বিষধর চন্দ্রবোড়া সাপ। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত কর্মী ও রোগীদের মধ্যে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
তবে আতঙ্কের মাঝেও সাফাই কর্মীরা দারুণ উপস্থিত বুদ্ধির পরিচয় দেন। তাঁরা ঝুঁকি নিয়ে সাপটিকে একটি কৌটোয় বন্দি করতে সক্ষম হন। এর পর দ্রুতই স্থানীয় সর্পবিশারদ শিবেন সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ঘটনাস্থলে এসে সাপটিকে নিজের তত্ত্বাবধানে নেন। তাঁর কথায়, “নিয়মমতো সাপটিকে বনদফতরের হাতে হস্তান্তর করা হবে, যাতে সেটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া যায়।” তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
চন্দ্রবোড়া সাপ অন্যতম বিষধর সাপ। স্নায়ুতন্ত্রে আঘাত করে এমন তীব্র নিউরোটক্সিক বিষ থাকে এর দেহে। সৌভাগ্যবশত, কালনা হাসপাতালে উদ্ধারের ঘটনায় কেউ আহত হননি। বিশেষজ্ঞদের মতে, চন্দ্রবোড়া সাধারণত শান্ত প্রকৃতির হলেও এর কামড় প্রাণঘাতী হতে পারে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
এই ঘটনার পর হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয় যে কীভাবে এমন বিষধর সাপ হাসপাতালের ভেতরে ঢুকল। হাসপাতাল সূত্রে খবর, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুরো চত্বর পরিষ্কার করা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
স্থানীয় বাসিন্দাদের মাঝেও ঘটনাটি চর্চার বিষয় হয়ে উঠেছে। অনেকেই সাফাই কর্মীদের সাহস ও বুদ্ধির প্রশংসা করেছেন, তাঁদের দ্রুত পদক্ষেপের জন্য বড় কোনও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছেন এলাকাবাসী। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Russel Viper Snake: যমদূতের মতো ঘুরছে হাসপাতালে, সাফাইকর্মীরা না দেখলে একটা প্রাণ চলে যেত আজ! কালনায় 'এশিয়ার আতঙ্ক'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল