Museum Unique Collection: রোদ, গরমের ভয়! আবার ঘুরতেও যেতে হবে! সব চিন্তা দূর! গরমের ছুটিতে ঘোরার এই জায়গার বিকল্প কিছু হবে না
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
বাঁকুড়ার পশ্চিমরাঢ় ইতিহাস সংস্কৃতি চর্চা কেন্দ্রতে খুব যত্ন সহকারে শতাধিক দেশীয় এবং বিদেশি পুতুল সংরক্ষণ করে রাখা আছে।
advertisement
1/6

রোদে গরমে কোথায় যাবেন বুঝতে পারছেন না? তাহলে চলে আসুন বাঁকুড়ার এই মিউজিয়ামে। পেয়ে যাবেন ইতিহাসের খোরাক। চাঁদিফাটা রোদ সহ্যও করতে হবে না।
advertisement
2/6
সেই সুযোগ রয়েছে বাঁকুড়ার পশ্চিমরাঢ় ইতিহাস সংস্কৃতি চর্চা কেন্দ্রতে। খুব যত্ন সহকারে শতাধিক দেশীয় এবং বিদেশি পুতুল সংরক্ষণ করে রাখা আছে এই মিউজিয়ামে। ইতিহাস প্রেমী এবং ভাষা বিশেষজ্ঞদের একটি আড়ক হতেই পারে এই মিউজিয়াম এবং তার 'পুতুল গ্যালারি'।
advertisement
3/6
মিউজিয়ামের ভিতরে পুতুল গ্যালারিতে রয়েছে দুটি ভিন্ন সেকশন। একটি সেকশন হল বিদেশি পুতুলের এবং অপর সেকশন বরাদ্দ করা হয়েছে দেশীয় পুতুলগুলির জন্য। রয়েছে নেটিভ আফ্রিকার ডল থেকে শুরু করে জাপান, চিন, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার পুতুল।
advertisement
4/6
বাঁকুড়াতে রয়েছে বিভিন্ন ধরনের অভিব্যক্তি ফুটে উঠছে এমন একটি মুখোশের কালেকশন। মুখোশের একটি অত্যন্ত দুর্লভ কালেকশন। এই কালেকশনের মাধ্যমে ফুটে উঠেছে দেশ-বিদেশের মুখোশ।
advertisement
5/6
মুখোশগুলির মাধ্যমে ফুটে উঠছে, প্রিমিটিভ আবহাওয়া। আদিবাসী সংস্কৃতি, ব্ল্যাক ম্যাজিক, শিকার এবং নাচ গান। প্রত্যেকটা কাজেই মুখোশের ব্যবহার হয়ে থাকত আগেকার দিনে, এখনও হয়! বাঁকুড়া শহরে আলাইকুন্দিতে পশ্চিমরাঢ় ইতিহাস সংস্কৃতি চর্চা কেন্দ্র (লাইব্রেরি ও মিউজিয়াম)! এখানে রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন মুখোশ। যা দেখলে অবাক হবেন আপনিও, প্রত্যেকটা মুখোশ বলছে নতুন নতুন গল্প।
advertisement
6/6
বাঁকুড়া জেলার প্রাক্তন সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সুখেন্দু হীরা দিয়েছিলেন পুরুলিয়ার মুখোশের একটি কালেকশন, সেটিও রয়েছে দেশ-বিদেশের মুখোশের পাশে। রয়েছে দুই খানা বাদ্যযন্ত্র। এছাড়াও রয়েছে শ্রীলঙ্কা এবং নেপালের মুখোশ। রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জারোয়া জনগোষ্ঠীর চোখের অভিব্যক্তি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Museum Unique Collection: রোদ, গরমের ভয়! আবার ঘুরতেও যেতে হবে! সব চিন্তা দূর! গরমের ছুটিতে ঘোরার এই জায়গার বিকল্প কিছু হবে না