কৃষক পরিবারের ছেলে সেনা জওয়ান! অবসর নিয়ে ফিরতেই রাজকীয় সংবর্ধনা, ছবিতে দেখুন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
কৃষক পরিবারের ছেলে থেকে সেনা জওয়ান, বাড়ি ফিরতেই রাজকীয় সংবর্ধনা গ্রামে। দেশের বিভিন্ন জরুরি পরিস্থিতি ও যুদ্ধের দামামায় সেনা জওয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
1/7

কৃষক পরিবারের ছেলে থেকে সেনা জওয়ান, বাড়ি ফিরতেই রাজকীয় সংবর্ধনা গ্রামে। দেশের বিভিন্ন জরুরি পরিস্থিতি ও যুদ্ধের দামামায় সেনা জওয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। (ছবি ও তথ্যঃ তন্ময় মণ্ডল)
advertisement
2/7
এই ভূমিকায় আবেগ ও সম্মান দিন দিন বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এবার দেশের সেবায় নিযুক্ত গ্রামের এক সেনা জওয়ানকে সংবর্ধনায় ভাসালেন এলাকাবাসী। ফৌজি কায়দায় স্যালুট, বাড়ি ফিরতেই রাজকীয় সংবর্ধনা সেনা জওয়ান মন্টু মণ্ডলকে।
advertisement
3/7
মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার অন্তর্গত সাত নং ওয়ার্ডের রসোড়া গ্রামের বাসিন্দা মন্টু মন্ডল। সোমবার কর্মজীবন শেষ করে বাড়ি ফিরতেই ব্যান্ড, বাজনা সহকারে এমনকি ফুলের মালা পরিয়ে গোটা গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে তাকে সম্বর্ধনা জানান।
advertisement
4/7
প্রত্যন্ত গ্রামের এক চাষি পরিবারের ছেলে মন্টু, ছোট থেকে স্বপ্ন দেখতেন ভারত মায়ের সেবা করার। সেই স্বপ্নকে সত্যি করে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ সেবার কাজে নেমেছিলেন মন্টু মণ্ডল। ৩০ সেপ্টেম্বর তার কর্মজীবন শেষ করে। বাড়ি ফিরলেন তিনি সোমবার।
advertisement
5/7
২০০১ সালে সেপ্টেম্বরে তিনি কর্মজীবন শুরু করেন। কাশ্মীর থেকে দেশের বিভিন্ন জায়গায় তিনি কর্মজীবন করেছেন।দেশের মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। কর্মজীবন শেষে নায়েক সুবেদার পদে অবসর নিলেন।
advertisement
6/7
বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে গ্রামের সাধারণ মানুষ থেকে যুবকরা হুড খোলা গাড়িতে পুষ্পবৃষ্টি, বাইক র‍্যালির মাধ্যমে রাজকীয় ভাবে বরণ করে নেন মন্টু মণ্ডলকে।
advertisement
7/7
মন্টু মণ্ডল জানিয়েছেন, "আমি আপ্লুত আজকে এই সম্বর্ধনা পেয়ে। দীর্ঘদিন আমি দেশের সেবায় নিয়োজিত ছিলাম।কলকাতায় কমান্ড হাসপাতালে কর্মরত ছিলাম আজকে বাড়ি ফিরলাম।" (ছবি ও তথ্যঃ তন্ময় মণ্ডল)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
কৃষক পরিবারের ছেলে সেনা জওয়ান! অবসর নিয়ে ফিরতেই রাজকীয় সংবর্ধনা, ছবিতে দেখুন