IMD West Bengal Weather: আষাঢ়ের খেল শুরু...! সোম থেকে বৃহস্পতি দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টি-বজ্রপাত সতর্কতা, ভারী বৃষ্টি কাঁপাবে ৬ জেলা, কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD West Bengal Weather: ২৫ শে জুন বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য অসম এবং উত্তর-পূর্ব রাজস্থানে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা পাকিস্তান থেকে ভারসাম পর্যন্ত বিস্তৃত। এটি রাজস্থান মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং মেঘালয়ের উপর দিয়ে বিস্তৃত।
advertisement
1/15

বর্ষা ঢুকতেই আবহাওয়ার বড় খেলা বাংলা জুড়ে। তবে টানা দু'দিনের বৃষ্টিতে বাঙালির স্বস্তি হলেও সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি এখনও। ছেদ পড়েছে শনি-রবিতেই। তাহলে কী হতে চলেছে আগামী সপ্তাহের দক্ষিণবঙ্গের আবহাওয়া? কেমন থাকবে উত্তর? জানিয়ে দিল আইএমডি।
advertisement
2/15
সিস্টেম:২৫ শে জুন বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত।ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য অসম এবং উত্তর-পূর্ব রাজস্থানে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা পাকিস্তান থেকে ভারসাম পর্যন্ত বিস্তৃত। এটি রাজস্থান মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং মেঘালয়ের উপর দিয়ে বিস্তৃত।
advertisement
3/15
উত্তর-পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণ গুজরাত পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। এটি বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশের নিম্নচাপ এলাকা হয়ে মধ্যপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে।
advertisement
4/15
সুস্পষ্ট নিম্নচাপ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত। নিম্নচাপটি এই মুহূর্তে দক্ষিণ বিহার ও সংলগ্ন উত্তর প্রদেশের উপর অবস্থান করছে এটি আরও উত্তর-পশ্চিম দিকে ধীরগতিতে এগিয়ে শক্তি ক্ষয় করবে।
advertisement
5/15
দক্ষিণবঙ্গের আবহাওয়া:রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে বইবে দক্ষিণবঙ্গের সব জেলায়। আংশিক মেঘলা আকাশ থাকবে প্রায় সবকটি জেলায়। জলীয় বাষ্পের কারণে বাড়বে অস্বস্তি।
advertisement
6/15
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে।রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি এবং হালকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস।
advertisement
7/15
বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সতর্কতা। ঝড়-বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে।
advertisement
8/15
সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির আশঙ্কা। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
9/15
মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়াতে ভারী বৃষ্টির আশঙ্কা।
advertisement
10/15
বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। বুধবার হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
11/15
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
12/15
উত্তরবঙ্গউত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ঝড়ো হাওয়া থাকবে। মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
13/15
রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও মালদহ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বৃষ্টি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে।
advertisement
14/15
দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
15/15
সোমবার উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD West Bengal Weather: আষাঢ়ের খেল শুরু...! সোম থেকে বৃহস্পতি দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টি-বজ্রপাত সতর্কতা, ভারী বৃষ্টি কাঁপাবে ৬ জেলা, কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD