Low Pressure Alert: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাবা বসিয়ে রেখেছে নিম্নচাপ, কতক্ষণ চলবে দুর্যোগ, কোন কোন জেলায় অ্যালার্ট, রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Low Pressure Alert: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ! উত্তরবঙ্গের আবহাওয়ায় বিরাট বদল
advertisement
1/8

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণাবর্তন অবস্থান করছে। যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে। যার কারণে বর্ষার প্রবেশ করার অনুকূল পরিস্থিতি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এই নিম্নচাপটি এই মুহূর্তে বসে রয়েছে ঠিক গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর৷ যার ফলে শুক্রবার পর্যন্ত এই আবহাওয়া জারি থাকবে৷
advertisement
2/8
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পশ্চিমের জেলাগুলিতে আজ, বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। Photo- Representative (Meta AI)
advertisement
3/8
মঙ্গলবারই দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের কথা ঘোষণা করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টি চলছে। সঙ্গে দোসর নিম্নচাপ। মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের যৌথ প্রভাবে সপ্তাহভর রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বেশ খানিকটা কমবে তাপমাত্রাও।
advertisement
4/8
বৃষ্টিতে দিন ও রাতের তাপমাত্রা কমেছে। তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে চলে গিয়েছে। আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। একনাগাড়ে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলবে। স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাওয়ায় কিছুটা স্বস্তি।
advertisement
5/8
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গ ৮ টি জেলা দার্জিলিং সহ উত্তর পার্বত্য অঞ্চলের জেলা এবং মালদহ ও দুই দিনাজপুরে বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
6/8
তবে বুধবার উত্তরবঙ্গের ৮ টি জেলার মধ্যে দুটি জেলা উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
7/8
অন্যদিকে বুধবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে এক বা দুটি জায়গায় ঝড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) সহ বজ্রঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি।
advertisement
8/8
তবে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির ক্ষেত্রে বুধবার ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) এবং এক বা দুটি জায়গায় ঝড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) সহ বজ্রঝড় এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা খুব বেশি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Low Pressure Alert: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাবা বসিয়ে রেখেছে নিম্নচাপ, কতক্ষণ চলবে দুর্যোগ, কোন কোন জেলায় অ্যালার্ট, রইল ওয়েদার আপডেট