Rainfall alert: গরম থেকে মিলতে চলেছে মুক্তি! প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কবে কোথায় বৃষ্টির সম্ভাবনা?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Rainfall alert: সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। আগাম উষ্ণতার বার্তা ভারতের মৌসম ভবনের। এপ্রিল, মে, জুন এই তিন মাসের আগাম পূর্বাভাসে এমনটাই জানালো আবহাওয়া দফতর।
advertisement
1/7

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। আগাম উষ্ণতার বার্তা ভারতের মৌসম ভবনের। এপ্রিল, মে, জুন এই তিন মাসের আগাম পূর্বাভাসে এমনটাই জানালো আবহাওয়া দফতর। তাপপ্রবাহের জন্য সতর্কবার্তাও দিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
2/7
এপ্রিল মাসে বাংলা-সহ পূর্ব ভারত, মধ্য ভারত এবং সংলগ্ন দক্ষিণ ভারতের কিছু অংশে তাপপ্রবাহের সংখ্যা ৪০ শতাংশ বাড়তে পারে। উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে এপ্রিল মাসে বৃষ্টি স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে।
advertisement
3/7
আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন হবে না। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা পরিবর্তনও হবে না। কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
advertisement
4/7
বুধবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। আগামী রবিবার থেকে জলীয়বাষ্পের পরিমাণ অনেকটাই বাড়বে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্য জুড়ে। Image: ChatGPT
advertisement
5/7
বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
6/7
বৃহস্পতিবার আরও বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
advertisement
7/7
শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বৃষ্টি ফের বাড়বে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Rainfall alert: গরম থেকে মিলতে চলেছে মুক্তি! প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কবে কোথায় বৃষ্টির সম্ভাবনা?