Howrah News: খবরের মাঝেই চলল বিরাট ক্রিকেট লিগ, ব্যাট বল হাতে চ্যাম্পিয়ন হল সাংবাদিকদের এই দল
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
দারুণ উৎসাহের সঙ্গে দিনরাত ব্যাপী অল বেঙ্গল মিডিয়া ক্রিকেট লিগ অনুষ্ঠিত হল।
advertisement
1/7

অন্য একটা দিন, সাংবাদিকদের হাতে ব্যাট বল। বল ও ব্যাট হাতে মাঠ কাঁপালেন সংবাদ কর্মীরা। একদিনের দিবারাত্রি ব্যাপী খেলায় প্রিন্ট, টেলিভিশন এবং ডিজিটাল মিডিয়ার সংবাদ কর্মীদের উপস্থিতি।
advertisement
2/7
এই খেলায় একমাত্র মহিলা সাংবাদিক হিসেবে খেলায় অংশগ্রহণ করেন টেলিভিশন সঞ্চালিকা মৌপ্রিয়া নন্দী। তিনি হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের হয়ে মাঠে নামেন।
advertisement
3/7
এই খেলায় সারা বাংলার বিভিন্ন জেলার ৯ টি দল অংশগ্রহণ করে। কলকাতা স্পোর্টস রিপোর্টার্স একাদশ, আলিপুর প্রেস ক্লাব, পশ্চিম বর্ধমান প্রেস ক্লাব, বারুইপুর প্রেস ক্লাব, পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব, উলুবেড়িয়া প্রেস ক্লাব, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মেদিনীপুর একাদশ ও হাওড়া ডিস্ট্রিক্ট প্রেসক্লাব।
advertisement
4/7
শনিবার সকাল ১০ টা থেকে খেলা শুরু হয়। প্রথম খেলায় একদিকে অংশগ্রহণ করে কলকাতা স্পোর্টস রিপোর্টার্স একাদশ ও উলুবেড়িয়া প্রেস ক্লাব।
advertisement
5/7
হাওড়া ডিস্ট্রিক প্রেস ক্লাব আয়োজিত 'অল বেঙ্গল মিডিয়া ক্রিকেট লিগ ২০২৪ ' ৯ টি দল তিনটি গ্রুপে খেলা। প্রতিটি দল প্রথম পর্যায়ে দুটি করে খেলার সুযোগ পায়। তিনটি গ্রুপে শীর্ষ স্থানে থাকা দল সরাসরি সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বাকি দলগুলি রানরেট ও লটারির মাধ্যমে সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
advertisement
6/7
এই খেলায় হাজির ছিলেন হাওড়া জেলাশাসক, পুলিশ কমিশনার, মন্ত্রী অরূপ রায়, লক্ষ্মীরতন শুক্লা, বিশিষ্ট সাংবাদিক বিশ্ব মজুমদার, গৌতম ভট্টাচার্য সহ অন্যান্য।
advertisement
7/7
এ প্রসঙ্গে হাওড়া ডিস্ট্রিক প্রেস ক্লাবের সভাপতি সঞ্জয় সিং এবং সম্পাদক শুভাশিস দেব সরকার জানান, এই খেলায় সাংবাদিকদের উৎসাহ ছিল দারুণ। আগামী বছর এই খেলা আরও বেশি সংখ্যক দল অংশগ্রহণে এবং আরও বৃহৎ আকারে আয়োজন করার উদ্যোগ নেব। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মেদিনীপুর একাদশ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: খবরের মাঝেই চলল বিরাট ক্রিকেট লিগ, ব্যাট বল হাতে চ্যাম্পিয়ন হল সাংবাদিকদের এই দল