TRENDING:

৭৩ লক্ষ টাকা দিয়ে বানানো পেল্লাই বাড়ি! সেই বাড়িতে এল দলে দলে পুলিশ, তারপর যা জানা গেল...চমকে উঠবেন

Last Updated:
Murshidabad News: মাদক কারবার করে পেল্লায় সম্পত্তি শেষ পর্যন্ত রক্ষা পেল না। পেল্লাই বাড়ি তৈরি করলেন ৭৩ লক্ষ টাকার বাড়ি, যাতে চমকে যাবেন আপনিও। আদালতের নির্দেশে এক ধৃত মাদক কারবারির বাড়ি বাজেয়াপ্ত করল লালগোলা থানার পুলিশ।
advertisement
1/6
৭৩ লক্ষ টাকা দিয়ে বানানো পেল্লাই বাড়ি! সেই বাড়িতে এল দলে দলে পুলিশ, তারপর যা জানা গেল...
*মাদক কারবার করে পেল্লায় সম্পত্তি শেষ পর্যন্ত রক্ষা পেল না। পেল্লাই বাড়ি তৈরি করলেন ৭৩ লক্ষ টাকার বাড়ি, যাতে চমকে যাবেন আপনিও। আদালতের নির্দেশে এক ধৃত মাদক কারবারির বাড়ি বাজেয়াপ্ত করল লালগোলা থানার পুলিশ।
advertisement
2/6
*প্রায় তিন মাস আগে হেরোইন-সহ গ্রেফতার করা হয় গোলাম মোস্তফাকে। আর তার বিরুদ্ধেই কঠোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের এই কঠোর পদক্ষেপে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
3/6
*ঘটনার সূত্রপাত প্রায় তিন মাস আগে। গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ গোলাম মোস্তফাকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে মাদকদ্রব্য হেরোইন উদ্ধার হয়।
advertisement
4/6
*এরপর তার বিরুদ্ধে লালগোলা থানায় এনডিপিএস (নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস) আইনে মামলা রুজু করা হয়। মামলা চলাকালীন আদালতে গোলাম মোস্তফা তার সম্পত্তির আয়ের উৎস সম্পর্কে কোনও সন্তোষজনক প্রমাণ দাখিল করতে পারেনি।
advertisement
5/6
*ভগবানগোলা সার্কেলের এসডিপিও বিমান হালদার জানান, “গোলাম মোস্তফার বাড়ি থেকে সাড়ে তিনশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছিল। মামলার পাশাপাশি তার আর্থিক গতিবিধির উপরেও নজরদারি চালানো হয় (ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন)। তদন্তে তার একাধিক আয় বহির্ভূত ও অবৈধ সম্পত্তির খোঁজ মেলে। বাড়ির বর্তমান বাজার মূল্য ৭৩ লক্ষ টাকা।
advertisement
6/6
*অর্থ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী এবং আদালতের আদেশে লালগোলা থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে গোলাম মোস্তফার বাড়িতে পৌঁছয় এবং বাড়িটি সিজ করে। বাড়িতে উপস্থিত তার স্ত্রী রেহেনা বিবিকে পুলিশ স্পষ্টভাবে জানিয়ে দেয়, এই সম্পত্তি কোনওভাবেই বিক্রি, হস্তান্তর বা লিজ দেওয়া যাবে না। যদি এই নির্দেশ অমান্য করা হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
৭৩ লক্ষ টাকা দিয়ে বানানো পেল্লাই বাড়ি! সেই বাড়িতে এল দলে দলে পুলিশ, তারপর যা জানা গেল...চমকে উঠবেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল