Train Hospital: ট্রেনের মধ্যেই অত্যাধুনিক হাসপাতাল! ক্যানসারের চিকিৎসাও হয় এই লাইফলাইন এক্সপ্রেসে
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
একটি ছোট্ট ট্রেনের ভিতরে বসেই আধুনিক চিকিৎসার সব রকম সুবিধা — লাইফলাইন এক্সপ্রেস সত্যিই এক নতুন দিগন্তের সূচনা।
advertisement
1/8

আস্ত একটি ট্রেন। আর সেই ট্রেনেই এখন অত্যাধুনিক হাসপাতাল করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। লালবাগ কোর্ট স্টেশনে দশদিন ধরে পাবেন চিকিৎসা পরিষেবা।বিশ্বের প্রথম মাল্টি-স্পেশালিটি হাসপাতাল ট্রেন, লাইফলাইন এক্সপ্রেস। (কৌশিক অধিকারী )
advertisement
2/8
ভারতীয় রেলের সহযোগিতায় পরিচালিত এই বিশেষ ট্রেন হাসপাতাল, মুর্শিদাবাদের সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করবে।প্রত্যেকদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত দেওয়া হবে চিকিৎসা পরিষেবা।
advertisement
3/8
ট্রেনের প্রতিটি কামরায় থাকছে অত্যাধুনিক চিকিৎসা সামগ্রী এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের দল। রোগীদের সুবিধার্থে এখানে চোখের রোগ, কানের সমস্যা, দাঁতের চিকিৎসা, হাড়ের ব্যথা বা অর্থোপেডিক্স সংক্রান্ত সমস্যা, প্লাস্টিক সার্জারি সংক্রান্ত চিকিৎসা ছাড়াও স্তন ক্যানসার ও জরায়ু ক্যানসার মতো গুরুতর রোগের সনাক্তকরণ এবং চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে।
advertisement
4/8
এই সমস্ত পরিষেবা একেবারেই বিনামূল্যে প্রদান করা হবে। রোগীদের জন্য চোখের চশমা বিতরণ, দাঁতের চিকিৎসা, ছোটখাটো অপারেশন এবং কিছু ক্ষেত্রে বড় অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে বিনা খরচে।
advertisement
5/8
প্রতিদিন সকাল থেকে রোগী নিবন্ধন শুরু হবে। যারা চিকিৎসা নিতে ইচ্ছুক, তাদের পরিচয় পত্রের ফটোকপি, আগের চিকিৎসার নথিপত্র এবং প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে আসতে হবে।
advertisement
6/8
কাটোয়া-আজিমগঞ্জ রুটের যে কোনও লোকাল বা প্যাসেঞ্জার ট্রেন ধরে সহজেই পৌঁছানো যাবে লালবাগ কোর্ট রোড স্টেশনে। স্টেশন সংলগ্ন প্ল্যাটফর্মেই লাইফলাইন এক্সপ্রেসের পরিষেবা চালু থাকবে।
advertisement
7/8
উল্লেখ্য, ১৯৯১ সালে বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হয়েছিল হাসপাতাল ট্রেন 'লাইফলাইন এক্সপ্রেস'-এর পথচলা। দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিয়েছে এই অভিনব উদ্যোগ। আজও, সেই একই আদর্শ নিয়ে এগিয়ে চলেছে এই হাসপাতাল ট্রেন।
advertisement
8/8
এবারে মুর্শিদাবাদেও ছড়িয়ে পড়বে নতুন আশার আলো। একটি ছোট্ট ট্রেনের ভিতরে বসেই আধুনিক চিকিৎসার সব রকম সুবিধা — লাইফলাইন এক্সপ্রেস সত্যিই এক নতুন দিগন্তের সূচনা। মানুষের জন্য, মানুষের পাশে থাকা এই উদ্যোগ মুর্শিদাবাদের মানুষের জীবনে নিশ্চয়ই এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Train Hospital: ট্রেনের মধ্যেই অত্যাধুনিক হাসপাতাল! ক্যানসারের চিকিৎসাও হয় এই লাইফলাইন এক্সপ্রেসে