Heavy Rain Within 24 Hours : ২৪ ঘণ্টার মধ্যে ফের ভোলবদল, ধেয়ে আসছে মেগা দুর্যোগ, বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির অ্যালার্ট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Heavy Rain Within 24 Hours : আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের পার্বত্য তিনটি জেলায় ভারী বৃষ্টিপাত
advertisement
1/12

নিম্নচাপ সরে ঝাড়খন্ডে। তবে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। জামশেদপুরের পর মৌসুমী অক্ষরেখা দীঘার উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। Photo Courtesy-Representative (Meta AI)
advertisement
2/12
কাল বৃষ্টির প্রভাব কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে শনিবার ফের বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি অপরের পাঁচ জেলাতে। তবে বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশ এর বেশি। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে হালকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
3/12
দক্ষিণবঙ্গেবুধবার সকাল পর্যন্ত ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস সঙ্গে বজ্র-বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বুধবারেও বজ্র-বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/12
বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস চার জেলাতে। পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টি।
advertisement
5/12
শনিবার দক্ষিণবঙ্গের আট জেলাতে ভারী বৃষ্টি। পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
advertisement
6/12
রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশ এবং বজ্র-বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতে।
advertisement
7/12
বর্তমানে নিম্নচাপ এখন উপকূলীয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। যার ফলে উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে হালকা থেকে মাঝারি এবং কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
8/12
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সংযুক্ত ঘূর্ণিঝড় সঞ্চালন গড়ে সমুদ্রপৃষ্ঠের উপরে ৫.৮ কিলোমিটার পর্যন্ত প্রসারিত হয়েছে। আগামী ২ দিনের মধ্যে এটি উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড পেরিয়ে ধীরে ধীরে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
9/12
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
10/12
যার ফলে বিশেষ করে খোলা মাঠে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং তীব্র বৃষ্টিপাতের সময় নিচু এলাকায় জলাবদ্ধতা এবং দৃশ্যমানতা হ্রাস ও শহরাঞ্চলে যান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা।
advertisement
11/12
আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ, বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন।
advertisement
12/12
গত ২৪ ঘন্টায় মালদহে মঙ্গলবার অবধি ০১৪.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার মালদহ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Heavy Rain Within 24 Hours : ২৪ ঘণ্টার মধ্যে ফের ভোলবদল, ধেয়ে আসছে মেগা দুর্যোগ, বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির অ্যালার্ট